২৯ এপ্রিল ২০২২

কবি মনোয়ারুল ইসলাম "কালের অমানিশা"




কালের অমানিশা
মনোয়ারুল ইসলাম




দৃষ্টি দূর বিবর্ণ কুয়াশাচ্ছন্ন
ভেজা ভেজা জলের স্পর্শ 
অনূভুতির বিস্তীর্ণ দিগন্তে ....

শেষ বিকেলে মায়াবী আলোয়
ফেলে আসা ছেলে বেলা
গায়ের মেঠোপথ, ভরা নদী, কিশোরী ভালোবাসা, আলেয়া ....

এখন কংক্রিট লোহালক্কর যান্ত্রিক জীবন
ক্ষয়ে ক্ষয়ে যায় 
বিকল যান ....

প্রিয় মাটি মিশে যাই, কালের অমানিশা ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much