খুশির ঈদ
সেলিম সেখ
ঈদ মানে বছর ঘুরে
আসে যে খুশির দিন,
তাই তো দেখি অবুঝ শিশু
করছে তা ধিন ধিন।
ঈদের খুশি সকল কোণে
ছড়িয়ে পড়ুক আজ,
সকলে সেজেছে নতুন রঙে
পেয়ে নতুন সাজ।
ঈদের দিনের খাবারের গন্ধে
মন মেতেছে আবার,
বছর ঘুরে খুশির দিন
হয় না দেখা সবার।
আবাল-বৃদ্ধ-বনিতা সকলে
চলেছে ঈদগাহের দিকে,
আল্লাহর ইবাদতে মশগুল হয়ে
চলে সে ধিকে ধিকে।
ঈদের দিনের নামাজ শেষে
করি শুরু সবে খাওয়া,
শান্ত বিকেলে অধীর মনে
হয় শুরু দূরে যাওয়া।
মুক্ত আকাশে মুক্ত বাতাসে
ওড়ে সকলের মন,
চায়না সে কভু থামতে
চলতে চায় সারাক্ষণ।
পবিত্র এই খুশির ঈদ
কাটুক সবার ভালো,
সকলের মনে জ্বলে উঠুক
ভাতৃত্ববোধের আলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much