মধ্যরাত্রির নিঃশ্বাস
আপনার মৃত্যুর পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছেন যাঁরা
রাত কেটে ফুটিয়ে তুলছেন গুচ্ছ গুচ্ছ নিঃশ্বাস
নকশা বেঁধে চলছে শুশ্রূষার চাষাবাদ...
সকল বৃত্তান্ত-ই যেন ভীত অথর্ব
এক একটা আছড়ে পড়া কান্না
থমকে যাচ্ছে
টিভির পর্দায় পোড়া কাঠের গর্জন
হাসপাতালের রৌদ্রস্নাত নার্সের হাতে
সকল সংক্রমণ মুছে
বিছিয়ে দিচ্ছেন বেঁচে থাকার উপত্যকা
আর,
মৃত্যুর ঢেউয়ে ডুবিয়ে রেখেছেন
নিজের সমস্ত আয়ু