২৬ নভেম্বর ২০২০

শুভমিতা বিশ্বাস



টান

তোমার আমার মধ্যে এক সেতু আছে 

যার নাম টান।

হৃদয়ের গর্ভে আমাদের অনুভূতির চারাগাছের জন্ম।


কান্নার মিছিল তোমার চোখে যখন হাঁটে

উন্মাদ হয় রুমাল।

দূরত্ব লেখার তুমি কে?

সরলরেখার বিন্দু তুমি

যেখান থেকে আমি পথ খুঁজে পাই।

দূরে এগিয়ে গেলাম

 বিন্দু পথে ।

অন্তরে মোচড় দিয়ে ওঠে

বুঝলাম বিন্দুর থেকে দূরে গেলে ছিঁড়ে যাবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much