২৬ নভেম্বর ২০২০

হাকিকুর রহমান



বিবর্ণ পত্র

নবীন প্রাতে নামলো পথিক পথে,

শিশির ভেজা ঘাসে যে তার ভিজলো দু’চরণ-

উদাস বাউল পায় না খুঁজে সুর,

ক্ষত বুকে তৃষার প্রলেপ দিয়ে কাঁদে কোন বিরহিনী।


রাতের কাজল এখনও মোছেনি কার আঁখি হ’তে,

পত্রপুটে বাসা বাঁধে কোন এক বাহারি প্রজাপতি-

কি মায়া লয়ে দাঁড়িয়ে থাকে অনামিকা গাঁয়ের বঁধু

কার অপেক্ষায়। কপোল বেয়ে নামে জল

ভরা তপ্ত নিঃশ্বাসে।


জীবনের পথে, জীবনটাতো আর চলেনা-

বিবর্ণ পত্রের ন্যায় ঝরে যায়,

না চলা পথের পরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much