মেয়ে ভারতবর্ষ
মেয়ে ভারতবর্ষ জানে
আগুনের কোনো দোষ নেই
ওদের কয়লাজন্ম
পিঠে সারি সারি শলাকায়
বয়ে নিয়ে বেড়ায় আগুন
মেয়েভারতের গুহাপথ
ইন্ডিয়ান রেলওয়ে
মালগাড়ি, লোকাল, এক্সপ্রেস
সবার অবাধ যাতায়াত
যোনীদেশ ছিঁড়ে গেলেও
রক্ত ঝরেনা
মুষলধারে ঝরতে থাকে অন্ধকার
মেয়ে ভারতবর্ষের কয়লাজন্ম
আগুনের কোনো দোষ থাকতে পারেনা।
হত্যাতন্ত্র
১.
হাওয়া ধারণ করেছে ধর্ম
ধর্ম জমে জমে মেঘ
মেঘ ফেটে গেলে
রক্তে ভিজে যায় মানুষ
২.
পাথর জানেনা কার হাতে আছে
কার দিকে ছুটে যাচ্ছে আঘাত নিয়ে
হৃদয় পাথর হলেই
সে চলে আসে হাতে
দিগবিদিক ভুলে ছুটে যায়
ভাইজান বা মা-বোনের দিকে
৩.দেশের ভিতর দিয়ে
ছুটে যাচ্ছে অগ্রন্থিত বিড়াল
অপমান পাড়া বলে যাকে ডাকো
সেই তো তোমার আমার বোনেদের আশ্রয়
লালটুকু তুলে রাখো
আমাদের স্নেহজ ভেসে ভেসে
চলে গে ছে লাশের সংগে
আত্মীয়তা থাক শিমূলে পলাশে
মনকে মরতে দিওনা
একান্ত বাউল রাত ওর দখলে
৪.কোনো কোনো কান্না
একা একা ছুটে যায়
গাছহীন এক অরণ্যের কাছে
সেখানে মা'কে খোঁজে
সবার কি মা হয়
সবার কি মা থাকতে আছে
কান্নাগুলো পরিত্যক্ত কামরার ভিতর
কাকে খোঁজে
বিন্দু বিন্দু রক্তে ভেজা
একটা ছেঁড়া ভারতবর্ষ
শুষে নিচ্ছে কান্নাগুলোর মা'কে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much