২৬ নভেম্বর ২০২০

শশাঙ্কশেখর পাল



পাতালঘর 

নিজের বুকে লুকিয়ে আছে তুকতাক 

কথোপকথন কবর থেকে বারমুডা চশমার ফ্রেম 

সারল্য অজগরে পেটে হরিণ 

দুজনেই মরে যায় একে অপরের কৃতকর্মে..


বন্ধু অবন্ধুরা জলরঙ

                              টুং-টুং 

মোহিত আয়নার পারা সরে গেলে

বেরিয়ে আসে বিষ

রজ্জুতেও ভয় পাও ভয় পাও..


তোমার নিজের মধ্যে কবর আছে 

                                      তুকতাক..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much