২৬ নভেম্বর ২০২০

দুর্গাদাস মিদ্যা।


অভিনয়

যেভাবে বোঝালে মনে হল

এর বুঝি কোনো বিকল্প নেই

ঠায় দাঁড়িয়ে বুঝিয়ে দিলে

হাতে নাতে ফল পাবে অচিরেই। 

অথচ আজ পর্যন্ত ফল ফললো  না। 

মিথ্যুক বলি তাও হয়তো নয় 

তবু কোথায় যেন থেকে যায় সংশয়! 

তুমি বলেছিলে -যদি এভাবে শুরু করা যেত

তবে কাঙ্খিত ফসলে ভরে যেত মাঠ

গোলাভরা ধান উঠে আসতো ঘরে। 

এখন বুঝি সেসব সত্য নয়

বলার জন্য বলতে গিয়ে 

করেছ মিথ্যে অভিনয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much