১২ আগস্ট ২০২১

মহুয়া চক্রবর্তী




হঠাৎ দেখা 

 

একদিন হঠাৎ দেখা          

 শ্রাবণের সন্ধ্যায়

 তুমি দূরে দাঁড়িয়ে দেখছিলে একমনে

 আমিও অপলক দৃষ্টিতে তাকিয়ে সেইক্ষণে   

আগের  সেই দিন গুলোর খোঁজে। 

 মনের ভেতর তীব্র এক ব্যাকুলতা,       

একদিন বলেছিলে আমার ভালোবাসা পেলে 

ভরবে তোমার হৃদয়ের আশা।             

মন-প্রাণ কবে করেছি তো সমর্পণ,    

দিয়েছি তো যা কিছু আছিল আমার,              

 তবু কেন  শুকালো না আমার চোখের অশ্রু জলধার।          

আমি এক ক্ষুদ্র নারী                     

তোমার প্রেমের  নেই অধিকারী    

অন্য কারো কে ভালোবেসে                               

তুমি সুখী হও শেষে।      

আমার মন আর কাউকে চাহে না।          

 তবে মন খানি লুকানো থাক প্রাণের ভিতর,                    

এ ব্যথা শুধু আমার ব্যথা                                 

সে সব পুরনো কথা।    

আজ বহুদিন পর তোমায় দেখে              

যেন এত সুখ ধরে নাকো আর,   

তোমার চরণে দিয়েছি আমার প্রেম উপহার,         

নাইবা দিলে তার প্রতিদান মোরে,   

আমার হৃদয়ে থাকুক তোমার সৌন্দর্য আলো করে।                     আর কিছু চাইনে গো,        

সুখে থেকো ভালো থেকো এই মোর পার্থনা।              

 মনে করে মোর কথা                     

  মিছে তুমি পেওনা ব্যথা।           

পুরনো প্রেমের কথা করোনা স্মরণ।