১৪ ডিসেম্বর ২০২১

কবি মতি গাজ্জালী 'র গুচ্ছ কবিতা





যৌবনোত্তীর্ণ_ একজন_ মানুষের_ স্বপ্ন


আমার কৈশোরে একবার একটা প্রসব দৃশ্য দেখেছিলাম--
তারপর--
তার পর--
পঞ্চাশটি বছর-- পাঁচ দশক-- পার।

তার পর, ওই সুস্থ শিশুটি ইথিওপিয়া, রুয়ান্ডা, উগান্ডা--
কখনও ইরিত্রিয়া, সোমালিয়াসহ কত কত--
দুর্ভিক্ষপীড়িত দেশে হেঁটেছে, 
জীর্ণশীর্ণ দেহ, কৃশ মুখাবয়ব নিয়ে--

একটা আকাশ সমস্ত পৃথিবীঘিরে--
একটা সূর্য পৃথিবীর প্রাণ--
একটা চাঁদ রাত্রি-প্রদীপ--
কত কত ঝরনা, হ্রদ, মালভূমি, নদী আর সমুদ্র--
তৃণ-লতাগুল্ম গাছ-বৃক্ষ, কত কত উদ্ভিদ--
কত কত প্রাণ দৃশ্যমান, কতক কতক অদৃশ্য--
শিশুটির যৌবনোত্তীর্ণ সময়েও দেখা পেলো না--
সত্য সুন্দর আর প্রকৃতিজ একটা স্বর্ণালী-বদ্বীপ--

স্বচ্ছতার দেখা পেলো না-- না মানুষে, না শাসনে, না প্রকৃতিতে,
হাঁটতে হাঁটতে ক্লান্ত এক যাযাবর জীবন তার--
মাথায় জমেছে বেদনার পাহাড়, হিমালয়ের চেয়েও ভার।

একদিন জিওগ্রাফিক টিভি চ্যানেলে চোখ পড়লো--
আহা! কত কত সুন্দর সুন্দর দেশ। কত কত নান্দনিক প্রাকৃতিক দৃশ্য,
হরেকরকম পশুপাখি, ডালিমের রসের মত টলটলে নদী আর সমুদ্রের পানি,
পাহাড় পর্বত আর জলপ্রবাতের উচ্ছল ছুটাছুটি--
জলীয়বাষ্পের খেলা, চারদিকে আনন্দ উচ্ছ্বাসের মেলা--
যেখানে মানুষ মানুষকে করে না অবহেলা।

হা করে তাকিয়ে আছে-- অবাক বিস্ময় জাগে তার মনে,
ভাবে, এমন মনোরম দেশ, এমন সুষমামণ্ডিত পরিবেশ--
তুলনা করি কোন দেশের সনে?
ক্ষণে ক্ষণে রোমাঞ্চিত হয়, কোথায় যেন বারবার হারায়, 
উদাস চোখে আকাশ দেখে, দেখে হাজার পাখির মেলা,
যেদিকে যায় চোখ, মলিন হয় মুখ বিষাদ বেদনায়,
বুঝতে পারে না-- ভেতর থেকে কে যেন দুচোখে অশ্রু ঢেলে যায়,
কাঁদে খুব করে, অজস্র অশ্রু ধারায়, খেই হারায়--
উল্টো হয়ে সূর্যওঠার দিকে মুখ করে দাঁড়ায়--

ওই যৌবনোত্তীর্ণ মানুষটি আর একবার প্রসব দৃশ্য দেখিবার চায়--






হে_ প্রিয়_ স্বদেশ


এত ভার বয়ে চলতে পারো, পারো না--
কতিপয় সন্তানের ভার বয়ে যেতে। হে মুগ্ধ জন্মভূমি!
জননী তুমি, তুমি স্বর্গসম! এমন অসম দৃষ্টি তোমার,
দুচোখা তুমি, হৃদয় খণ্ডিত, ভালোবাসা খণ্ডিত। বঞ্চিত হয় গর্ভের সন্তান।

কত বোঝা বয়ে চলো, ওই কজন সন্তানের বোঝা পারো না বইতে?
ওরা তো অলস নয়। কাজ চায়। সকালের নাস্তায় একটুকরো রুটি চায়,
না ডিম, না কলা, না বাটার, না মাংসা কিংবা ঘি-ভাজা পরোটা--
স্রেফ নুনপান্তা, উপরন্তু একটা পেঁয়াজ আর একটা কাঁচালঙ্কা!

মায়ের শীর্ণদেহ দেখো, ব্রা নেই, জামা নেই, নেই পেটিকোট, 
মাথায় না-তেল, মুখে না- কসমেটিকস, ঠোঁটে না-লিপিস্টিক--
শুধু তাঁতবুনা একটা বারোহাত কাপড়, পায়ে নেই জুতা-সেন্ডেল,
বাবাকে দেখেছ? রোদবৃষ্টি ঝড়বাদলায়ও ঘানি টানে কলুর বলদের মত,
তার গায়ে না আছে গেঞ্জি, না পাঞ্জাবি বা জামা, পায়ে না আছে জুতা-সেন্ডল--
কদাচিৎ সরিষার তেল মাখে শীতের আগ্রাসনে, 
একটা কমদামি লুঙ্গি আর একটা গামছা-- যেন তোমার বুকে পরগাছা।

হে স্বদেশ! বিদেশ করে যদি সন্তান খোঁজে জীবনের ঠিকানা,
তবে তুমি কী কানা মা? বলো স্বাধীন জন্মভূমি সোনার বাংলা!

বুঝো কী জন্মভূমি! মা-বাবার রিক্তেরবেদন, দিনরাত্রির কাঁদন রোদন?
যার সন্তান ভূমধ্যসাগরে স্বপ্ন ডুবায়ে মরে, ওই ঘরে জ্বলে কী কূপির বাতি?
কিংবা বিদেশের কারাগারে পঁচে মরে, কে ফেরায় তারে, কে তারে ভাবে?
হে স্বদেশ, বুঝো না সন্তানের খেদ, দুঃখকষ্ট আর বিদ্বেষ।

রক্তের বিনিময়ে পাওয়া স্বদেশ-- আর কত মা-বাবার রক্তক্ষরণ?
বুকে টেনে নাও হে প্রিয় স্বদেশ-- বোঝাকে বানাও দেশগড়ার হাতিয়ার, 
ভালোবাসার বন্ধনে সবাই মিলি গড়ি তুলি সোনার বাংলাদেশ।



প্রভাতী -- সুর


নিশুতিরাতের একটা সুর--
যে সুর ভেসে আসে মহাজাগতিক তরঙ্গে তরঙ্গে,
মাটিতে কান পেতে শুনি আরেক সুর, 
বৃক্ষ লতায়পাতায় আর তৃণে অন্যরকম সুর,
চাঁদ আলাদা করে সুর তুলে জোছনার বাঁশিতে,
নদী একরকম, সমুদ্র আরেকরকম-- দিশেহারা মন ব্যাকুল--
রাতজাগা পাখিদের ডানায় জেগে রয় রাত-- 
তখন তোমার ভায়োলিনের সুর ভেসে আসে,
বিভ্রান্তিকর সময় আমার-- কোন্ সুরে মগ্ন হব-- দ্বিধায় পড়ে যাই।

সবকটি সুরে বিরহ, কেবলই দীর্ঘশ্বাসের ঝাঁঝালো মনোবেদনা,
আর সবসুর মিলেমিশে কেমন পাগল পাগল লাগছে নিজেকে,
চোখ বুজে রইলাম। নিজকে বললাম-- সুস্থির হও।
কিন্তু অস্থিরতা বাড়ছেই কেবল-- 
কারণ, ভায়োলিনের সুর আমাকে বেশি কষ্ট দেয়।

তোমার এই বিরহের সুর শুনতে আসিনি, ক্ষমা করো--
সানাই কিংবা ভায়োলিনে ছুঁয়ে-থাকা হৃদয়ে ঝরনার জলতরঙ্গ নেই,
যদি পারো একটা প্রভাতসংগীতের সুর ধরো। 

ভোরের পবিত্র সুরে ফিরে পেতে চাই নতুন জীবন।
বহুরাত গেছে অনিদ্রা আর শোকে, রোদনে, বেদনে।
কেবল ভোরের ওই দোয়েলের শিস আর ভালোবাসার ঠোঁট বেজে ওঠুক জাহান্নামী-রাত শেষে। ৪/১১/২১


চোখ_ আর_ সমুদ্র_ জমজ


চোখের জলে সমু্দ্র--নাকি সমুদ্রের জলে চোখের জন্ম--
এ নিয়ে অনেকবার কথা বলেছ-- নিরুত্তর থেকেছি।

এর একটা জবাব চেয়ে চলেছ দীর্ঘদিন যাবত, যদিও প্রসঙ্গটি এড়িয়ে যাই--
টেনে ধরো বারবার, ভাবছি কী জবাব তার, কি-ই-বা বলি-- অন্য প্রসঙ্গে যাই।

রেহাই নাই। উত্তর চাই-ই চাই তার। মুখ করি ভার, তবুও
নাছোড়বান্দা, এবার সে নিজে নিজে বললো-- সমুদ্র আর চোখ জমজ ভাই। 

রেহাই পেলাম। বললাম-- প্রমাণ দাও। হেসে ওঠলো--
বললো-- যখন হাসি তখন দেখবে আমার চোখে জল, আবার কাঁদলেও জল--
দুরকম চোখের জলের স্বাদ নেবে, তারপর সমুদ্রের জল চাখবে,
দেখবে তিনরকম জলের স্বাদ এক। নোনা স্বাদ।

মেনে নিলাম-- এখন বলো-- কী বুঝাতে চাও--
জবাব-- মানুষ আর সমুদ্র জমজ। একগর্ভে জন্ম।

অদ্ভুত কথা। বললাম-- আরেকটু ব্যাখ্যা করো। 
ধরো, সমুদ্র জন্ম থেকেই দুঃখী, তাই গোঙায় দিনরাত্রি, আর
মানুষও জন্মের পর থেকে দুঃখী, হয় সম্পদে, নয় তো মনোতাপে-- 

তার ব্যাখ্যার বিপরীতে আমার কোনও যুক্তি বা প্রমাণ নেই--
নীরব হলাম, মৌন হলাম, একান্ত নিমগ্নতায় নিজ জীবন ভাবলাম,
সেসাথে যুদ্ধের ইতিহাস, উদ্বাস্তু জীবন, বুভুক্ষু মানুষ, রাষ্ট্রের দুর্বৃত্তায়ন -- ইত্যাদি 
আমাকে চারদিক থেকে ঘিরে ধরলো। নতজানু হয়ে পড়ে রইলাম।

সে-ও নতজানু হয়ে আমাকে জড়িয়ে নিলো বেশ পবিত্র আলিঙ্গনে--
আমরা কাঁদছি-- দুজনই দুজনার অশ্রুধারায় জিহ্বা রেখে নোনা স্বাদ পেলাম--

দুজন হাঁটি হাঁটি পা পা করে সমুদ্রজলে নেমে এক আঁজলা জল মুখে নিয়ে দ্বৈতকণ্ঠে বললাম---
জীবন মানেই নোনা স্বাদ-- তারপরও জীবন মধুময়--
নোনার মাঝেও সৃষ্টিধারা বেঁচে রয়-- নোনাজলেই ভ্রুণের আশ্রয়--
নতুবা, আমাদের অস্তিত্বই বা কোথায়! চোখ আর সমুদ্রজলের সঙ্গমেই প্রাণের পরিচয়।

অলোক কুমার দাস





পন্ডিত - ভক্তি

আকাশে বাতাসে ছড়িয়ে ছিটিয়ে আছে শুদ্ধজ্ঞান। 
কে যেনো বললো “আপনি এতো ভুলে যান কেনো? 
আপনার বাস কোথায়? 
আপনার ঠিকানাই বা কি? জানতে পারি, 
হ্যাঁ আমার বাস ধর্মতলায়। আমার নেই কোনো নাম। 
নেই কোনো নামের ‘নেমপ্লেট। প্রতিটি ঘরের সবায়ের হৃদয়ে 
রক্তে মাতৃভাষায় লেখা 
আছে হ্যাঁ আমারই নাম।
খুঁজে নিও আমাকে 
চেনা অচেনার ভিড়ে


শিবনাথ মণ্ডল





জল নিয়ে  জেরবার
     
ভূ গর্ভে জল কমছে
জল নিয়ে জেরবার
জমা জলে দেশ থইথই
রোগে করবে সাবার।
মশা মাছি রোগ ছড়াছে
জিবানুর উৎপাত
বিজ্ঞানিরা ভেবে আকুল
মাথায় পড়েছে হাত।
বরফের চাঁই যাচ্ছে গলে
সূর্যের বাড়ছে তাপ
সমুদ্র থেকে উঠে আসছে
গভীর নীম্নচাপ।
গাছপালা কমছে ভূমে
বাড়ছে পাকা বাড়ি
প্রকৃতি তাই রাগ করে
অক্সসিজেন নিচ্ছে কারি।
পৃথিবীকে মানুষে ভাগ করেছে
টাঙিয়ে ফুটের দড়ি
সময়টাকে ধরে ফেলেছে
দেওয়ালে টাঙানো ঘড়ি।
সুখ শান্তি যাচ্ছে দূরে
হিংসায় ছড়াছড়ি
  ডাক্তারা পায়না খুঁজে
রোগের লুকোচুরি।।

ফাতিমা কানিজ 






আড়ালে আড়ালে 


আমার দগ্ধ জীবনের ছন্দপতনে
কর্কশ কাকেরা গলা সাদে
যদি বদ্ধ ঘরের তপ্ত বাডাস
আমার বেঁচে থাকা বিষিয়ে দেয়
 তোমায় খুঁজবো,ভীষণ রকম খুঁজবো আড়ালে আড়ালে 
আমার দক্ষিণার টাটকা নিঃশ্বাসটুকু
সুর্যের তপস্যায় যদি পুড়ে ছাই হয় কখনো
দুপুরের শুষ্ক ঝরাপাতাগুলো কোমলতা হারায়
শিশিরের মতো নিঃশব্দে গোধুলু না আসে তবে তোমায় খুঁজবো, ভীষণ রকম খুঁজবো আড়ালে আড়ালে। 
স্বপ্নের প্রজাপতি বন্ধি হয় নিয়মের কারাগারযা চাই তা যদি নাই পাই
হেরে যাই মিথ্যার মায়াজালে
জীবনের কানামাছি খেলায় হারিয়ে যাই
ভালোবাসা ফিকে হয় ঝলসিত রোদ্দুরে 
ঠিক তখন তোমায় খুঁজবো, ভীষণ রকম খুঁজবো আড়ালে আড়ালে। 
মেঘের জমাট নরম বুকে
কৃপণ দুপুর হাত বাড়ায়
আমার খোলা আকাশটায় মুক্ত বিহঙ্গ ডানা ঝাপটায়
কিংবা নদীর জল শুকিয়ে চুকিয়ে দেন জীবনের সকল লেনাদেনা 
নিয়ম ভাঙার নিয়মে যদি কখনো জীবনের পান্ডুলিপি  বদলে যায়
কেবল তোমায় খুঁজবো, ভীষন রকম খুঁজবো আড়ালে আড়ালে।

দেলোয়ার হোসেন সজীব



                দৈনিক সাহিত্য পত্রিকা বৃত্ত'র  সম্পাদক কবি দেলোয়ার হোসেন সজীব 



একা স্বপ্ন বিলাস


মাঝে মাঝে মনে হয় হাজার লোকের ভিড়েও খুব একা
যতটা  একা হলে মানুষ সুখের অভাবে পড়ে ঠিক ততটাই একা।
আমার চারিদিকে মানুষ ছুটছে,স্বপ্ন ও ছুটছে...
কেউ ছুঁচ্ছে, কেউ দেখছে কিংবা কেউ ধুঁকছে।

কি এক অদ্ভুত সমীকরণ আমি যেন একা
খুব একা হয়ে দাঁড়িয়ে আছি সমুখে।
কেউ নেই কিছুই নেই,আমার চারপাশে
আমি খুব একা ভীষণ একা স্বপ্ন বিলাসে।

মোঃ মাহমুদুর রহমান





তোমার জন্য 


ভাবনার রাজ্যে অগোছালো অনুভূতি। 

খানিকটা সময় ভাবনার রাজ্যে তোমার অনুপস্থিতিতে
আমার অগোছালো অনুভূতি। 

যখন তখন আপন অস্তিত্বের কথা ভুলিয়ে দিশেহারা 
করে তোলে আমায়। 
স্বপ্নের রাজ্যে আভা ছড়িয়ে দেয় ... 
আমার সুপ্ত হৃদয়ে ভালবাসার স্বপ্ন বুনে যায়। 

তোমার মায়াবী অঙ্গে লাবণ্য 
আগুন রাঙ্গা কৃষ্ণচূড়ার সাজ
কতো রুপ তোমার অঙ্গে খেলা করে অবিরাম
অঙ্গে ভেসে থাকা হিমচাঁপার মিষ্টি সুবাস 
কেয়া-কদমের সৌরভে আর দোলনচাঁপার বাহারি রং
ছড়ায়...
তোমার মায়াবী রূপের এক ঝলক সৌন্দর্যের পূর্বাভাস
স্নান শেষে ভেজা কেশে মেখে থাকা জল
চারিদিকে শিউলি ফুলের স্নিগ্ধ  সুবাস ছড়িয়ে দেয়। 
 
স্বপ্নের রাজ্যে যখন বিরহের 
সুর বাজে...
কিছুটা সময় অনুভব করি 
স্বর্গীয় সাজে কেউ ডাকছে মোরে।

শান্তা কামালী





বনফুল
( ৪০ তম পর্ব ) 
শান্তা কামালী

মাল্টা দেশ টা ইউরোপে,একটা দ্বীপ রাষ্ট্র। রাজধানী ভেল্টা।সিসিলি দ্বীপের থেকে ৯৭ কিলোমিটার উত্তর পূর্বে ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থিত। গরম কাল বেশী সময় ধরে থাকে। শীত কম পড়ে। ভীষণ সুন্দর পরিবেশ। জনসংখ্যা এক কোটি ও নয়।আশি লক্ষের কাছাকাছি। খুব ভালো বাণিজ্যকেন্দ্র। কেউ ওখানে বেকার থাকে না। পড়াশোনার সাথে সাথে চাকরি ও পাওয়া যায়। ইউনিভার্সিটিতে আমাদের দেশের ছাত্রদের খুব ভালো সুযোগ দেয়।ইউরোপের অন্যান্য দেশের থেকে এখানে খরচ কম,কিন্তু এদের সার্টিফিকেট সারা বিশ্বে প্রশ্নাতীত ভাবে কদর করা হয়।ক্যাম্পাসিং থেকেই ছাত্ররা বিভিন্ন মাল্টি-ন্যাশানাল কোম্পানিগুলো তে জায়গা পেয়ে যায় ভালো মায়নার জব এ।থাকার ব্যবস্থা ও ভালো। দু'রকম ভাবে থাকা যায়। ইউনিভার্সিটির নিজস্ব গেস্ট হাউসে সেগুলো অনেক টা দূরে, বাসে আসতে হবে।অথবা হোম,মানে স্থানীয় মানুষের বাড়িতে গেস্ট হিসাবে। যেগুলো ক্যাম্পাসের আশেপাশে। গেস্ট দের রাখতে ওরা বিশেষ কিছু খরচ নেয় না।কিন্তু ইউনিভার্সিটির থাকার জায়গায় খরচ বেশি। মাসে দশ হাজার আটশো ইউরো ভাড়া বাবদ দিতে হয়।ইন্সুইরেন্স পঞ্চাশ ইউরো,খাওয়া খরচ দু'শ ইউরো মাসে।আর স্থানীয় বাড়িতে খরচ পড়ে সারা বছরে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার, খাওয়া বাবদ একশো ইউরো মাসে।বাস ভাড়া লাগে না। আর ঐদিকে বাস ভাড়াই মাসে দেড় থেকে দুহাজার ইউরো।
এক ইউরো মানে আমাদের দেশের প্রায় সত্তর পঁচাত্তর টাকা, সেটা তো,মানে....., খুবই কষ্ট সাধ্য ব্যাপার....। 
জুঁই এতোক্ষণ সব মন দিয়ে শুনছিলো। এবারে বললো, ও এটাই তোমার প্রবলেম? 
হুমম,এটা একটা প্রবলেম তো বটেই,তাছাড়া...... 
এটা তো তোমার চিন্তা করার কথা নয়,এটা আমার আব্বুর ব্যাপার। সে কি মানা করেছে?  না-কি না করবে? আমার আব্বুর কাছে এটা কোনো প্রবলেম হবে না, সেটা আমি ভালো করেই জানি। 
আমি আব্বু,আম্মুর সাথে কথা বলবো। সবকিছু ঠিক হয়ে যাবে। 
পলাশ একটা দীর্ঘ শ্বাস ছাড়ে। কিছুটা যেন ভারমুক্ত হলো। 
হ্যাঁ, আরেকটা প্রবলেম কি বললে না তো? জুঁই প্রশ্ন করে। 
সেটা হলো, স্থানীয় বাড়ির থাকার। 
কেন,তারা কি খারাপ মানুষ? 
না না,তারা খুব অতিথি বৎসল। 
তবে প্রবলেম কিসের? 
জানো তো জুঁই, ইউরোপের এই দেশের নারী স্বাধীনতা খুব  বেশী। 
ভালো তো, মেয়েরা পিছিয়ে থাকবে কেন? 
তা নয় জুঁই, তুমি বুঝতে পারছো না, অথবা আমি ঠিক  বুঝাতে পারছি না....
ঠিক আছে, বুঝিয়েই বলো।
একটু লজ্জা করছে যে...
কিসের লজ্জা, আমাকে বলতে?
ওখানকার মেয়েদের পনেরো বছর বয়স হলেই স্বাধীনতা দেয়া হয়,লিভ ইন করার। ওরা স্টে- টুগেদার, লিভ- টুগেদার করে। তারপর ইচ্ছে হলে সংসার করে। না হলে লিভ আউট করে দেয়।
জুঁই চুপ করে যায়।কি যেন ভাবতে থাকে। বেশকিছু সময় দুজনেই চুপচাপ।
তারপর পলাশ ই বললো, হোমে থাকতে গিয়ে যদি নিজেকে হারিয়ে ফেলি,সেটা ই ভয় করছে। 
জুঁই হঠাৎ পরিবেশ টা কে হাল্কা করতে বোধহয়, নিজের ডান হাতটা দিয়ে পলাশের নাক টা টেনে ধরে বলে,ইস্ আমি আছি না! নাক টা ধরে রাখবো,দেখি তো কে লিভ ইন করতে আসে? আমি জানি,আমার পলাশ সাত জন্ম আমার জন্য অপেক্ষা করতে পারে,কিন্তু নিজেকে নষ্ট করতে পারবে না। 
পলাশ অবাক হয়ে জুঁই য়ের মুখ টা দেখে, আর ভাবে কি নিস্পাপ ফুলের মতো একটা মেয়ে,আমার জন্য কি না করতে চায়।
হঠাৎ পলাশের সম্বিত ফেরে, দেখে জুঁই ওর বাঁহাতের কড়ে আঙলে একটা আস্তে করে কামড় দিয়ে বলছে, এই আমি   তোমাকে কেটে দিলাম, আর কেউ তোমার দিকে নজর দেবে না। তুমি মাল্টা তেই হায়ার এডুকেশন নিতে যাবে,ইনশাআল্লাহ। এটা আমার স্বপ্ন তোমাকে ঘিরে। 
পলাশ চুপ করে বসে থাকে। তার বাড়িতে ফেরার সময় পার হয়ে গেছে।

চলবে...

শামীমা আহমেদ/পর্ব ৩১





শায়লা শিহাব কথন 
অলিখিত শর্ত 
(পর্ব ৩১)
শামীমা আহমেদ

একটি  বিধ্বস্ত বিপর্যস্ত ও বিষন্ন মন নিয়ে শিহাব আজ ঘরে ফিরলো। জরুরী কাজটি  সেরে গুলশান থেকে আবার অফিসে ফিরে, জমে থাকা  হাতের কাজগুলো গুছিয়ে বাসায় ফিরতে ফিরতে রাত প্রায় দশটা হয়ে গেলো।ঘরে ঢুকে শিহাব বেশ ক্লান্ত বোধ করছিল। আসলে মনের সাথে শরীরের একটা যোগ থাকে। মন ভালো না থাকলে নিজের শরীরটাকেও ভীষণ ভারী মনে হয়। শিহাব ফ্ল্যাটে  ঢুকে দরজাটা সচেতন ভাবেই লাগিয়ে নিলো যেন আবার ভুল না হয়। ঘরে ঢুকে বিছানায় গা এলিয়ে দিলো। এসি রিমোটটা হাতে নিয়ে আঠারোতে সেট করে নিলো। শীতল পরশে যদি মনের অস্থিরতাটা একটু কমে।আজ দুপুরে শায়লাকে বলা কথাগুলো, শায়লার থমথমে বিষন্ন মুখখানি আর সবশেষে  তার চলে যাওয়া শিহাবের বুকের ভেতর  জমাট এক ব্যথা হয়ে বারবার ডুকরে ডুকরে কেঁদে উঠছে। যদিও বাইরে থেকে কেউ বুঝতেই পারবে না তার ভেতরে কী লু হাওয়া বয়ে যাচ্ছে। বারবার ঢেউয়ের মত আছড়ে পড়ছে শায়লার চোখের জলের সেই কান্নার ঢেউ। বারবার শায়লার মেরুন শাড়ির রংটা চোখের সামনে ভেসে উঠছে। শায়লা আজ খুব সুন্দর করে সেজেছিল। হয়তো শিহাবকে ভেবেই আজ শায়লাকে এত উজ্জ্বল দেখাচ্ছিল। তার কল্পনার স্বপ্ন রাজ্য সে শিহাবকে নিয়েই সাজিয়েছে।হয়তো সে  ঘুনাক্ষরেও ভাবেনি এত চেনা শিহাব আজ এতটা দুরত্ব নেয়ার কথা বলবে।মনে হয় মূহুর্তেই তার ভেতরের সবকিছু উলোট পালোট হয়ে গেছে। আজ ফোন কল মিস হওয়াতে কতটাইনা আফসোসে সে ভেঙে পড়লো। সেদিন শিহাবের জ্বরের কথা শুনে কেমন অস্থিরতায় ভুগেছে।শায়লার মনের প্রতিটি ভাবনার আকাশে শুধুই শিহাবের বসবাস। শিহাব এটা ভালো করেই জানে শায়লার মত করে কেউ তাকে এতটা বুঝেনি।তার সুখ দুখটাকে এমন করে অনুভবে নেয়নি। ভালবাসাতো শুধু একজন মানুষকে ভালবাসা  নয়।ভালবাসাতাতো শুধু তার রূপ সৌন্দর্যকে নয় বরং তার সুখ দুখ, তার পারিবারিক অব্লিগেশন প্রায়োরিটি ইম্পর্টেন্স এমারজেন্সি সেগুলোকেও ভালবাসতে হয়। শায়লা নিজেদের পিতৃহীন সংসারে এটা ভীষণভাবে বুঝে গেছে যে, দুঃখটাকে ভালবাসলে দুঃখ দৌড়ে পালায়। আর সুখকে যত ভালবাসবে সে শুধু পালাতেই  চাইবে।তাইতো শিহাবের সব রকম কষ্টকে সে অনুভব করেছে। শিহাবকে নিয়ে চোখে মুখে তার একরাশ তৃপ্তি খেলে যায়!!
শিহাবের ফোন কলের অপেক্ষায় সে থাকে।শিহাবের কন্ঠস্বর শোনার জন্য ব্যাকুল হয়ে উঠে।শিহাবকে একনজর দেখার জন্য তার প্রোফাইল পিক এ বারবার যেন তাকেই খুঁজে ফিরে।  শিহাব সব বুঝেও নিজেকে, নিজের আবেগকে চেপে রাখে শুধুই তার পিছুটানের কারণে।শায়লা সেটাও ভীষণ করে বুঝে। তবে এ কথাও শিহাবকে স্বীকার করে নিতে হবে ,কত মানুষ সারা জীবন সাধনা করেও এমন হৃদয়ের কাছাকাছি একটা মানুষের সন্ধান পায়না। আর সে শায়লাকে এত কাছে পেয়েও দূরে ঠেলে দিল।তবে  শিহাব এভাবে শায়লার মন ভেঙে দিতে  চায়নি কিন্তু শায়লা যা ভাবছে তাতো একটা অসম্ভব ভাবনা। অবশ্য শায়লা একা না, সেও কি এমনি করে ভাবেনি? সেও কি কল্পনায় তার ঘরে শায়লার চলাচল দেখেনি! আজ যা অসম্ভব সাহসিকতায় জয় করে নিলে  একসময় তা সম্ভব করা যায়। কিন্তু সেখানে বিধাতার সায় থাকতে হবে।সবকিছুতো তিনিই ঘটান। নয়তো রিশতিনার সাথে কেন তার এত অল্প সময়ের জীবন আর কেনইবা রিশতিনা তাদের স্মৃতিচিহ্ন রেখে গিয়ে শিহাবকে বন্ধনে বেঁধে গেছে।শিহাব কিছুতেই বুঝে উঠতে পারে না উপরওয়ালার এই খেলার মানে।আর সেটা সম্ভবও নয়।আর তাইতো এমন কঠোর সিদ্ধান্তে উপনীত হয়ে নিজেকে ফিরিয়ে আনা। 
শিহাব নিজের মাঝে ফিরে এলো।নাহ! উঠতে হবে।নয়তো এভাবেই ঘুমিয়ে পড়বে।
শিহাব উঠে বসে একটা স্টিক ধরিয়ে নিলো। 
হাতে ফোনটা এগিয়ে নিলো। মায়ের মিসড কল। শিহাব সময়টা দেখে নিলো। দুপুর চারটার দিকে।আহ!  তখন সে বাইক চালাচ্ছিল।মাকে কল ব্যাক করা হলোনা। এখন আর সময়ও নেই। রাত এগারোটা ক্রস করে গেছে।মা ঘুমিয়ে পড়েছে।মায়ের কথা মনে হতেই মনে পড়লো আরাফের কথা। অনেকদিন ছেলেটির সাথে কথা হয় না। শিহাব ইচ্ছে করেই কম কথা বলে।ছেলেটা যখন ও প্রান্ত থেকে কথা বলে শিহাবের ভেতরটা একেবারে ছিঁড়েখুঁড়ে যায়।একটা ছোট্ট শিশু বাবামায়ের আদর বঞ্চিত। তবুও ওখানে ও সবার আদর যত্নে ভালোবাসায় মায়ের অভাবটা ভুলে আছে। যদিও শিহাবের মা বারবার শিহাবকে বলেই যাচ্ছেন আবার বিয়ে করবার কথা। বিয়ে করে নতুন জীবন শুরু করতে। কিন্তু শিহাব রিশতিনার স্মৃতি আর শায়লার সাথে পরিচয়ের মাঝে এক দোদুল্যমানতায় দুলছে।একটা সিদ্ধান্তহীনতায় ভুগছে।অতীত ভুলে সামনে এগুলেও শায়লাকে নিয়ে এককভাবে ভাবাও ঠিক নয়।শায়লা একজনের বিবাহিতা স্ত্রী। যদিও অভিমান অনুরাগের টানাপোড়েনে দুজন দুরত্বে আছে।আইনের বন্ধনকে শিহাব শ্রদ্ধা করে। আর তার স্ত্রী হয়েও রিশতিনা  শত অনিচ্ছাতেও  আজ অন্যের সংসার করছে।শিহাব তো শায়লার ব্যাপারে সেই একই কাজ করতে পারে না।অন্যের স্ত্রীকে নিজের স্বার্থে নিজের করে নিতে চাইবে না।
এই বিষয়টি শিহাব বেশ ঘৃণাই করে।যতই আবেগ আর ভালবাসার জন্ম নেয় না কেনো,শিহাব কখনোই মেয়েদের আবেগ নিয়ে খেলেনি।
তবুও তার জীবনটা আজ এলোমেলো হয়ে গেলো। তবে শিহাব ধৈর্য্য ধরবে।চলুক চলতে থাকুক এমনি করে যতদিন চলে,,,,
এমনি সাতপাঁচ ভাবতে ভাবতে শিহাব সিগারেটটা শেষ করলো।আলসেমি ভেঙে বিছানা ছাড়ল। রাতের ঘুমের প্রস্তুতি নিতে হবে।এখনো রাতের খাবার খাওয়া হয়নি।আর ইচ্ছেও করছে না। এমনিভাবে অনেকরাতই সে না খেয়ে কাটিয়ে দেয়। আর কেইবা আছে তাকে একটু জোর করে খাওয়াবে।খাবার নিয়ে রাত জেগে অপেক্ষায় থাকবে।নাহ! মনকে এভাবে ঘুরালে চলবে না। যদিও এই ক্ষেত্রে কল্পনায় শায়লাকে বহুবার ভেবে নিয়েছে সে কিন্তু আজ যেন সে অধিকারটিও স্বেচ্ছায় খুইয়ে এলো। শায়লাকে ভেবে আর কোন স্বপ্ন সাজানো নয়।শায়লাকে তার নিজের জীবন গুছিয়ে নিতে হবে।শিহাব তাকে কোন পিছু টানে বাঁধবে না।
শিহাব কাপড় পালটে নিয়ে ফ্রেশ হয়ে এসে এক গ্লাস পানি খেয়ে বিছানায় ঘুমাতে চলে এলো। সিদ্ধান্ত নিলো সারাদিনের কোন কিছুকেই আর সে ভাবনায় আনবে না।তাহলে আর রাতে ঘুমই হবে না। সকালে গাজীপুর ফ্যাক্টরিতে যেতে হবে। এ ক'দিনে ওদিকে কি হয়ে আছে কে জানে? শিহাব ঘরের পর্দা ভালভাবে মিলিয়ে দিল। বেড সুইচটা দিয়ে ঘরের বাতি নিভিয়ে দিল। রাস্তার লাইট  থেকে শিহাবের ঘরে বেশ আলো ঢুকে।
ঘরের ভেতর আলো আঁধারিতে এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়। শিহাব ঘুমানোর চেষ্টা করলো।



চলবে...

মনিরুল হক মৃধা




ফেরারি বিজয়


চেয়ে দেখ শত ফুলি নেচে গেয়ে রং তুলি 
বিষাদ গিয়েছে ভুলি
খুঁজে তার মানে!
স্বাধীনতা দেখা হল ভোগ তাহা করা হল
ইতিহাস কেন ভুল
কত জনে জানে? 

বিজয়ের জয়গান তার সাথে গাঁথা মান 
নারী যুবা দিল প্রাণ
জয় এলো পুরে।
লাখো নারীর ইজ্জত  ছিনে নিল এ বজ্জাত
নেই কোন জাতপাত 
আজও আছি ঘোরে।

শহিদের এ কন্যারা  না খেয়ে সে পথে খারা
 ভুখা পেটে থাকে মা'রা
 মিছিলে আনন্দ!
এতো স্লোগান ব্যানারে দেখে খুশি এ মনা রে
আছে কত অনাহার
আছে দ্বিধা দ্বন্দ্ব।

জয় গান যত শুনি  ফিরে আসে সেই গুণী! 
আসবেনা কোন দিনই 
দিবস পালন! 
মায়েদের আহাজারি খোকা বুজি এলো বাড়ি
শত মায়ে খারা সারি
সে স্বপ্ন লালন।

এ স্বপ্নের শেষ নয়  তাই বুকে ভীরু ভয় 
ডিসেম্বরে হল জয় 
উনিশশো একাত্তরে। 
হানাদার খেল ধরা লাশ ছিল পথে পড়া
চিল কাকে খেলো মরা 
দেখি জোচ্চোরে।

দেখি আজ কত লোক  হৃদে তার ধুকপুক 
ভোলেনি ক মায়ে শোক
বাঙ্গালী অজয়! 
রাজাকারের এ সন্তান হয় কী হে সে মাস্তান?
এ মাস্তানে নাও জান 
ফেরারি বিজয়।