ফেরারি বিজয়
চেয়ে দেখ শত ফুলি নেচে গেয়ে রং তুলি
বিষাদ গিয়েছে ভুলি
খুঁজে তার মানে!
স্বাধীনতা দেখা হল ভোগ তাহা করা হল
ইতিহাস কেন ভুল
কত জনে জানে?
বিজয়ের জয়গান তার সাথে গাঁথা মান
নারী যুবা দিল প্রাণ
জয় এলো পুরে।
লাখো নারীর ইজ্জত ছিনে নিল এ বজ্জাত
নেই কোন জাতপাত
আজও আছি ঘোরে।
শহিদের এ কন্যারা না খেয়ে সে পথে খারা
ভুখা পেটে থাকে মা'রা
মিছিলে আনন্দ!
এতো স্লোগান ব্যানারে দেখে খুশি এ মনা রে
আছে কত অনাহার
আছে দ্বিধা দ্বন্দ্ব।
জয় গান যত শুনি ফিরে আসে সেই গুণী!
আসবেনা কোন দিনই
দিবস পালন!
মায়েদের আহাজারি খোকা বুজি এলো বাড়ি
শত মায়ে খারা সারি
সে স্বপ্ন লালন।
এ স্বপ্নের শেষ নয় তাই বুকে ভীরু ভয়
ডিসেম্বরে হল জয়
উনিশশো একাত্তরে।
হানাদার খেল ধরা লাশ ছিল পথে পড়া
চিল কাকে খেলো মরা
দেখি জোচ্চোরে।
দেখি আজ কত লোক হৃদে তার ধুকপুক
ভোলেনি ক মায়ে শোক
বাঙ্গালী অজয়!
রাজাকারের এ সন্তান হয় কী হে সে মাস্তান?
এ মাস্তানে নাও জান
ফেরারি বিজয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much