দৈনিক সাহিত্য পত্রিকা বৃত্ত'র সম্পাদক কবি দেলোয়ার হোসেন সজীব
একা স্বপ্ন বিলাস
মাঝে মাঝে মনে হয় হাজার লোকের ভিড়েও খুব একা
যতটা একা হলে মানুষ সুখের অভাবে পড়ে ঠিক ততটাই একা।
আমার চারিদিকে মানুষ ছুটছে,স্বপ্ন ও ছুটছে...
কেউ ছুঁচ্ছে, কেউ দেখছে কিংবা কেউ ধুঁকছে।
কি এক অদ্ভুত সমীকরণ আমি যেন একা
খুব একা হয়ে দাঁড়িয়ে আছি সমুখে।
কেউ নেই কিছুই নেই,আমার চারপাশে
আমি খুব একা ভীষণ একা স্বপ্ন বিলাসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much