১৪ ডিসেম্বর ২০২১

ফাতিমা কানিজ 






আড়ালে আড়ালে 


আমার দগ্ধ জীবনের ছন্দপতনে
কর্কশ কাকেরা গলা সাদে
যদি বদ্ধ ঘরের তপ্ত বাডাস
আমার বেঁচে থাকা বিষিয়ে দেয়
 তোমায় খুঁজবো,ভীষণ রকম খুঁজবো আড়ালে আড়ালে 
আমার দক্ষিণার টাটকা নিঃশ্বাসটুকু
সুর্যের তপস্যায় যদি পুড়ে ছাই হয় কখনো
দুপুরের শুষ্ক ঝরাপাতাগুলো কোমলতা হারায়
শিশিরের মতো নিঃশব্দে গোধুলু না আসে তবে তোমায় খুঁজবো, ভীষণ রকম খুঁজবো আড়ালে আড়ালে। 
স্বপ্নের প্রজাপতি বন্ধি হয় নিয়মের কারাগারযা চাই তা যদি নাই পাই
হেরে যাই মিথ্যার মায়াজালে
জীবনের কানামাছি খেলায় হারিয়ে যাই
ভালোবাসা ফিকে হয় ঝলসিত রোদ্দুরে 
ঠিক তখন তোমায় খুঁজবো, ভীষণ রকম খুঁজবো আড়ালে আড়ালে। 
মেঘের জমাট নরম বুকে
কৃপণ দুপুর হাত বাড়ায়
আমার খোলা আকাশটায় মুক্ত বিহঙ্গ ডানা ঝাপটায়
কিংবা নদীর জল শুকিয়ে চুকিয়ে দেন জীবনের সকল লেনাদেনা 
নিয়ম ভাঙার নিয়মে যদি কখনো জীবনের পান্ডুলিপি  বদলে যায়
কেবল তোমায় খুঁজবো, ভীষন রকম খুঁজবো আড়ালে আড়ালে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much