জল নিয়ে জেরবার
ভূ গর্ভে জল কমছে
জল নিয়ে জেরবার
জমা জলে দেশ থইথই
রোগে করবে সাবার।
মশা মাছি রোগ ছড়াছে
জিবানুর উৎপাত
বিজ্ঞানিরা ভেবে আকুল
মাথায় পড়েছে হাত।
বরফের চাঁই যাচ্ছে গলে
সূর্যের বাড়ছে তাপ
সমুদ্র থেকে উঠে আসছে
গভীর নীম্নচাপ।
গাছপালা কমছে ভূমে
বাড়ছে পাকা বাড়ি
প্রকৃতি তাই রাগ করে
অক্সসিজেন নিচ্ছে কারি।
পৃথিবীকে মানুষে ভাগ করেছে
টাঙিয়ে ফুটের দড়ি
সময়টাকে ধরে ফেলেছে
দেওয়ালে টাঙানো ঘড়ি।
সুখ শান্তি যাচ্ছে দূরে
হিংসায় ছড়াছড়ি
ডাক্তারা পায়না খুঁজে
রোগের লুকোচুরি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much