১৪ ডিসেম্বর ২০২১

মোঃ মাহমুদুর রহমান





তোমার জন্য 


ভাবনার রাজ্যে অগোছালো অনুভূতি। 

খানিকটা সময় ভাবনার রাজ্যে তোমার অনুপস্থিতিতে
আমার অগোছালো অনুভূতি। 

যখন তখন আপন অস্তিত্বের কথা ভুলিয়ে দিশেহারা 
করে তোলে আমায়। 
স্বপ্নের রাজ্যে আভা ছড়িয়ে দেয় ... 
আমার সুপ্ত হৃদয়ে ভালবাসার স্বপ্ন বুনে যায়। 

তোমার মায়াবী অঙ্গে লাবণ্য 
আগুন রাঙ্গা কৃষ্ণচূড়ার সাজ
কতো রুপ তোমার অঙ্গে খেলা করে অবিরাম
অঙ্গে ভেসে থাকা হিমচাঁপার মিষ্টি সুবাস 
কেয়া-কদমের সৌরভে আর দোলনচাঁপার বাহারি রং
ছড়ায়...
তোমার মায়াবী রূপের এক ঝলক সৌন্দর্যের পূর্বাভাস
স্নান শেষে ভেজা কেশে মেখে থাকা জল
চারিদিকে শিউলি ফুলের স্নিগ্ধ  সুবাস ছড়িয়ে দেয়। 
 
স্বপ্নের রাজ্যে যখন বিরহের 
সুর বাজে...
কিছুটা সময় অনুভব করি 
স্বর্গীয় সাজে কেউ ডাকছে মোরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much