মৃত্যুর ডাক
বারবার তোমাকে চেয়ে থাকি পশ্চিমের আকাশের ।
হৃদয় শত বেদনা অনুভব করেও, সহ্য হয় না।
চোখের সামনে কত দেখলাম, স্বাদ গ্রহণ করে চিরতরে হারিয়ে গেছে ধরণীর বুক থেকে।
মৃত্যকে আলিঙ্গন করার মতো ক্ষমতা বিধাতা দিয়েছে মোরে।
প্রিয়জনের শোকে শকাহত হয়ে পাথর হয়েছে হৃদয়।
বিধাতার সৃষ্টি কত সুন্দর , কোনো উপমা নেই।
জগৎ মাঝারে সকলকেই অনেক কিছু দিয়েছ।
যেতে হবে তবুও মন খারাপ হয়ে যায়।
কত মায়ার বন্ধনে আবদ্ধ করে হঠাৎ চিরতরে হারিয়ে ।
মৃত্যু তুমি ডাক দিচ্ছ বহুরূপী হয়ে।
তবুও তুমি প্রিয়,
তোমার কথা সারাক্ষণ হৃদমাঝারে রইবে।