ভ্যালেন্টাইন
ভালোবাসা কখনো কি দিন দিয়ে হয়?
সে যে বড়ো একান্ত আনমনে রয়।
পূর্বরাগ, অনুরাগ ,অভিসার পরে,
ভালোবাসা হৃদয়েতে আসে ধীরে ধীরে।
গোধূলির রঙেতে ভালোবাসা লুকিয়ে,
পলাশের লালিমায় ভালোবাসা ছড়িয়ে।
বৃষ্টি ভেজা চুল বেয়ে ভালোবাসা ঝড়ে,
গরমেও কাঁপুনি দেয় ভালোবাসার জ্বরে।
জলতরঙ্গ হয়ে বাজে ভালোবাসার শব্দ,
কখনো সে পাহাড়ের ন্যায় দৃঢ় নিস্তব্ধ।
জোয়ারে ভেসে যায়, ভাটায় সে টানে,
অরন্যে ফিসফিসিয়ে বলে কানেকানে।
সাগরের বেলাতে পড়ে সে লুটিয়ে,
জোৎস্নার আলো বেয়ে ওঠে যে লতিয়ে।
ভালোবাসা ধমনীর রক্ত স্রোতে বয়,
দিন দিয়ে কখনো কি ভালোবাসা হয় ??
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much