১৬ ফেব্রুয়ারী ২০২১

মমতা রায় চৌধুরী

 


ভালো থেকো



মাত্র দুটি শব্দ ভালো থেকো,

অথচ গভীর আবেদন।

ভালো থেকো তুমি,

ভালো থাকবো আমি,

ভালো থাকুক সবাই।

এই গভীর প্রত্যয় নিয়ে,

হাতে হাত রেখে,

হিংসা-দ্বেষ ভুলে।

আগামী সুন্দর পৃথিবী

উপহার থাকুক সবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much