আমি
আমি তোকে ভালবাসি খুব !
আমি ছাড়া কেও নেই তার !
এই আমির অপূর্ব সুখ !
এ আমির জিত নয় হার !
আমি মানে বড় এলেবেলে !
আমি মানে সব ক্ষেত্রে গাধা !
আমি মানে মেয়ে নয় ছেলে !
এই আমিটা বড্ডো বোকা !
এখন সে আমি মানে সব !
আমিতেই গেল রাজ্য দেশ !
আমিতেই হোক কলরব !
অমিতেই বেঁচে আছি বেশ !
আমিরও আমিত্ব আছে !
আমি পারি আমি গড়ি সব !
আমি ওরা শব্দতে গেছে I
আমি মানে সব পর পর !
ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করুন
উত্তরমুছুনGood Dada
উত্তরমুছুনবাহ
উত্তরমুছুনধন্যবাদ দাদা
মুছুনসুপার্ব
উত্তরমুছুনখুব ভালোলাগা জানালাম বন্ধু।
CHOMOTKAAR
উত্তরমুছুনভালো হয়েছে
উত্তরমুছুনভালো হয়েছে
উত্তরমুছুনসকলকেই অশেষ ধন্যবাদ
উত্তরমুছুনভীষন সুন্দর,মন ছুঁয়ে গেলো
উত্তরমুছুনদারুণ শুভেচ্ছা
উত্তরমুছুনশুভেচ্ছা রইলো শুভ বিজয়া লক্ষ্মীপূজা আগাম দীপাবলি শুভেচ্ছা
উত্তরমুছুন