২৫ জুলাই ২০১৮

দেবব্রত সরকার

আমি

আমি তোকে ভালবাসি খুব !
আমি ছাড়া কেও নেই তার !
এই আমির অপূর্ব সুখ !
এ আমির জিত নয় হার !

আমি মানে বড় এলেবেলে !
আমি মানে সব ক্ষেত্রে গাধা !
আমি মানে মেয়ে নয় ছেলে !
এই আমিটা বড্ডো বোকা !

এখন সে আমি মানে সব !
আমিতেই গেল রাজ্য দেশ !
আমিতেই হোক কলরব !
অমিতেই বেঁচে আছি বেশ !

আমিরও আমিত্ব আছে !
আমি পারি আমি গড়ি সব !
আমি ওরা শব্দতে গেছে I
আমি মানে সব পর পর !

১২টি মন্তব্য:

  1. ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করুন

    উত্তরমুছুন
  2. সুপার্ব

    খুব ভালোলাগা জানালাম বন্ধু।

    উত্তরমুছুন
  3. ভীষন সুন্দর,মন ছুঁয়ে গেলো

    উত্তরমুছুন
  4. শুভেচ্ছা রইলো শুভ বিজয়া লক্ষ্মীপূজা আগাম দীপাবলি শুভেচ্ছা

    উত্তরমুছুন

thank you so much