২৯ এপ্রিল ২০২৪

কবি মোঃ সেলিম মিয়া'র কবিতা "প্রাপ্তি"



প্রাপ্তি
মোঃ সেলিম মিয়া 


নিশ্বাসে বিশ্বাস নাই 
দম ফোরালেই শেষ? 
দমের পিছেই ছুটছি সবে
 রঙমেলায় বেশ।
কেউবা ছুটছি টাকার পিছে
 কেউবা খ্যাতি জস,
কেউবা আবার ভোগ বিলাসে
 মদের নেশায় ধস।
কেউবা আবার ঘুমের ঘুরে
 কাটিয়ে দিচ্ছে দিন, 
রঙিন চোখে স্বপ্ন বাসর প্রদীপ
 আলো ক্ষীণ। 
কেউবা আবার পেশি শক্তি
 দাপিয়ে বেড়ায় মাঠ,
কথায় কথায় হিংস্র থাবা
 আশা ধুলিস্যাত।
আশায় আশায় ছুটছি সবে
 দম ফুরিয়ে শেষ, 
সাদা কাফনে শূন্য হাতে
 ফিরছি না ফেরার দেশ।
সাড়ে তিনহাত জুটে মাটি
 নাইযে সেথায় আলো?
সারাজীবন কামিয়ে পাপ
 প্রদীপ নিভে গেলো।
প্রাপ্তি সুখের উল্লাসে তাই 
জম দুত কালো!