পোস্টগুলি

এপ্রিল ১৫, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মমতা রায় চৌধুরীর ধারাবাহিক উপন্যাস পর্ব ১৫৪

ছবি
উপন্যাস  টানাপোড়েন ১৫৪ আবার হবে দেখা মমতা রায় চৌধুরী অবশেষে একটা স্বপ্ন সত্যি পূরণ হতে চলেছে। মনের ভিতরে একটা সুপ্ত ইচ্ছে ছিল লেখিকা হওয়ার। কিন্তু কখনো সাহস করে ভাবতে পারে নি যে তার লেখা কখনো ছেপে বেরোবে, ভাবতে পারে নি মানে, কিভাবে সেটা সম্ভব, সেটা বুঝে উঠতে পারে নি। এ বিষয়ে যথেষ্ট সাহায্য করেছে রিম্পা দি। অবশ্য এখন সম্পাদক মহাশয় যথেষ্ট উদ্যোগী ভূমিকা নিয়েছেন। ওনাদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। এটা তো ঠিক একটা লেখা কে আরো ভালো উন্নত পর্যায়ে নিয়ে যেতে সম্পাদকের যথেষ্ট ভূমিকা থাকে। রেখা এসব ভাবছে বিছানায় শুয়ে শুয়ে ।কালকেই একটা সম্মাননা প্রাপ্তি ।আর কি চাই?' আজকে ঘুম আসছে না ।ভেতরে ভেতরে একটা উত্তেজনা কাজ করছে ।রক্তের ভেতরে যেন পারদের মত  উষ্ণতা বেড়ে চলেছে। হঠাৎ মনোজ পাশ করে শুতে গিয়ে রেখাকে দেখছে আপন মনে বিড়বিড় করছে ওপরের দিকে তাকিয়ে। মনোজ প্রথমে কিছুটা ঘাবড়ে গেছিল অবাক হয়ে উঠে বসে রেখাকে ধাক্কা দিয়ে বলে 'অ্যাই তুমি এখনো ঘুমাও নি আর বিড়বিড় করে কি বলছো?" রেখা বলল 'ঘুম আসছে না তো?' 'ও ঘুম না আসলে বুঝি বিড়বিড় করলে ঘুম আসবে  এটা আবার নতুন তোমার মে

কবি নাছিমা মিশু এর কবিতা "আধুনিক হালচাল"

ছবি
আধুনিক হালচাল নাছিমা মিশু ঠিকাদারীতে ঠিকানা লাগে না লাগে তাবেদারী। জগত চিনিতে ভাব লাগে না লাগে টাকা কড়ি। আপনার জোস আপনার খোশ আপনার ঢাকি আপনি দোলে। সাধুত্ব পান্ডিত্যে শুদ্ধ সাধুত্বে বৈরাগী বেশ আত্মশুদ্ধি তথস্থ সবই বেশ। হয়না নয়ন খুলতে সবই দেয় ধরা অন্তর দৃষ্ট অন্তলোকে। বুক ফুলিয়ে ডিগবাজি ,চাপাতে জোর,নয়নে মিনতি তনুতে বল হেমিলন ডঙ বংশিবাদক। উচুঁতে সুর গভীর নিখাদ চিত্ত ফুরফুর চলে পাছে পাছে ভক্তি সরসে - বিশ্বাসী রঙ্গে হারিয়ে সঙ্গতি বিসর্জিত হয়, শুদ্ধ সাধুত্বে আত্মশুদ্ধি তথস্হে। জয় জয় ডঙ্কা রব রব কম্পন  পূণ্য জনম পূর্ণ ধরম। আধুনিক ঢঙে আধুনিক জীবন পাথেয়,  শুদ্ধ সাধুত্ব আত্মবিশ্বাস তথাস্তু।