১৫ এপ্রিল ২০২২

কবি নাছিমা মিশু এর কবিতা "আধুনিক হালচাল"





আধুনিক হালচাল
নাছিমা মিশু

ঠিকাদারীতে ঠিকানা লাগে না
লাগে তাবেদারী।
জগত চিনিতে ভাব লাগে না
লাগে টাকা কড়ি।
আপনার জোস আপনার খোশ
আপনার ঢাকি আপনি দোলে।
সাধুত্ব পান্ডিত্যে
শুদ্ধ সাধুত্বে বৈরাগী বেশ
আত্মশুদ্ধি তথস্থ সবই বেশ।
হয়না নয়ন খুলতে সবই দেয় ধরা অন্তর দৃষ্ট অন্তলোকে।
বুক ফুলিয়ে ডিগবাজি ,চাপাতে জোর,নয়নে মিনতি
তনুতে বল হেমিলন ডঙ বংশিবাদক।
উচুঁতে সুর গভীর নিখাদ চিত্ত ফুরফুর চলে পাছে পাছে
ভক্তি সরসে -
বিশ্বাসী রঙ্গে হারিয়ে সঙ্গতি বিসর্জিত হয়,
শুদ্ধ সাধুত্বে আত্মশুদ্ধি তথস্হে।
জয় জয় ডঙ্কা রব রব কম্পন 
পূণ্য জনম পূর্ণ ধরম।
আধুনিক ঢঙে আধুনিক জীবন পাথেয়, 
শুদ্ধ সাধুত্ব আত্মবিশ্বাস তথাস্তু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much