পয়লা
দেবব্রত সরকার
সেদিন তোমায় মনে পড়ে
যেদিন তুমি আসো ঘরে
বাঙালিরাই আপন করে
পয়লা কথা বুকে ধরে
বৈশাখের ওই গন্ধ ছুড়ে
ওঠো তুমি বছর ফুঁড়ে
ভালোবাসার আঁচল ছুঁয়ে
রঙবে রঙের জীবন ধুয়ে
প্রতিদিন পয়লা জীবন
এই খেলা রিপুর বাঁধন
শেষেতে একটু খানি কথা
ভুলে যাও অশ্রু তিক্ত ব্যথা
নতুন কাজের সঙ্গ ধরে
সব ভালো হোক দুঃখ ভুলে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much