১৪ এপ্রিল ২০২২

কবি মিতা নূর এর কবিতা "শোনাবো"





শেনাবো 
মিতা নূর



পুরোটা লেখা শেষ হোক
তারপর না হয় কোন একদিন
আবৃত্তি  করে শোনাবো,
কোন এক থেমে যাওয়া  বৃদ্ধ বিকেলে,
চায়ের কাপে তোমার সাথে
মাতামাতি হবে খুব,
বাড়াবাড়ি হবে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে।
পুরোটা লেখা শেষ হোক
তারপর না হয়!  তার পর না-হয় কোন একদিন, 
আবৃত্তির ছলে বিরক্ত করব
নিঃশ্বাসে মারা পড়তে চাইব শতাব্দী
জুড়ে,
আমাদের দেখে দেয়ালে ঝুলানো
ময়না টিয়ারও
ইচ্ছে হবে খুনসুটিতে  মেতে উঠতে, 
চাহনী বিনিময়ের অপরাধে জেল
হবে এক হাজার বছর।
পুরোটা লেখা শেষ হোক
তারপর না হয় কোন একদিন
আবৃত্তির  ছলে প্রেমে পড়ব,
পরিব্রাজক হয়ে বেরিয়ে পড়ব
খুজতে শতকোটি কবিতার উপাদান,
সব হবে,
ঘাটে ঘাটে একদান।।
হাতে হাত রেখে কাউকে না
জানিয়ে বেরিয়ে পড়ব,
রাত বিরাতে মাইকিং হবে, ভূমি  কাঁপিয়ে।  
আমাদের খুজতে আসবে ওদের
কয়েকটা ঘরছাড়া শহর,
আমরা আশ্রয় চাইব,
আমাদের আশ্রয় দেবে প্রবীণ ঘুমঘোর।।
নিয়ন বাতিগুলো এক মিনিট নীরবতা
পালন করবে,
তন্বীদের বাসার দারোয়ানটাও
নিস্তেজ হয়ে পড়বে,
সব কিছু হয়ে যাবে সুনশান,
আমরা চাইব,
আমরা চাইবো দু'জনের পৃথিবী
আর পিচপথের রোমান্টিক অবদান।।
পুরোটা লেখা শেষ হোক
তারপর না হয় কোন একদিন,
কোনো একদিন  তোমাদের দেয়াল টোপকে
আবৃত্তি করে শোনাব,
কেউ জানবে না,
এই আবৃত্তি, এই প্রণয়োপখ্যান।।





১৩/০৪/২০২২--ইং--বিকেলঃ--০৫ঃ০৫,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much