বর্ষবরণ
সেলিম সেখ
বরণডালা সাজিয়ে হাতে
করব বর্ষবরণ,
মনের মাঝে জেগেছে
কিসের যেন শিহরন।
নতুন বর্ষের আগমন
হোক সকলের ভালো,
অশান্তি দূর করে
কাটুক মনের কালো।
বছর শেষে নতুন বছর
আসে বারবার,
শুরু হয় নতুন খাতা
দোকানে ফুলের সমাহার।
নতুন বছর কাটুক সবার
মন যেমনটি চাই,
নাচে গানে মন মাতিয়ে
সুখের গীত গাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much