১৪ এপ্রিল ২০২২

কবি রুকসানা রহমান এর কবিতা "অন্ধকারে বয়ে যাওয়া এক রাত"




অন্ধকারে বয়ে যাওয়া এক রাত

রুকসানা রহমান

আমি হঠাৎ একটি নির্মল সকালে ঘুৃৃম থেকে উঠে
জড়িয়ে,ছিলাম,সূর্যের বাহুবন্ধনে।
দখিনা বাতাস কে বলেছিলাম তুমি বয়ে যাও
সূর্য,যেখানে দিনের শরীরে পড়িয়ে গিয়েছে
লাল শাড়ি।
কেন তবে দূরত্বের ভিতর তুমি গুটিয়ে যাও?
আমার কল্পনার ভিতর,নিশ্বাসের ভিতর,জীবন
রূপের ভিতর মিশে যেয়ে।
 একই আত্মার মাঝে, আমি ছিন্ন গোলাপের রূপান্তরের ভিতর দাঁড়িয়ে আছি মৃত জগতে
কান্নার সাগরে শেষ রজনীতে।
একদিন যেখানে প্রতিদিন সূর্য অন্তরঙ্গ হয়ে উঠতো
আলোর ঠিকনায়, 
সেখানে কেবলই অরণ্য আঁধারে ভালোবাসার সিঁড়ি
 ছুঁড়ে দেওয়া হলে ছায়াপথে হাঁটা যায়
 বিবর্ণ মৌনতায়। 
কিন্ত স্মৃতিচিহ্নের আদিত্য মাঠে মগ্নতা দাউ দাউ
করে জ্বলছে 
সেখানেই নিঃশ্বেস হয়ে যায় মাটির দেহ
জীবন্ত মৃত্যুর ভিতর এক অন্য রকম মৃত্যুর মাঝে
আলিঙ্গনের নিষ্প্রাণ তরী
সেখানেই ভেসে যাচ্ছি নাবিকবিহীন। 
 তুমি কেবলই আজ স্মৃতির অন্ধকারে বয়ে যাওয়া একরাত। 

১৫/০৩/২০২২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much