বিষাদ ভাবনা
এস.এ. তালুকদার
মায়ার বাঁধনে বাঁধিয়া নিজেরে
বেদনা এনেছো টানি
আপন হৃদয়ে বিষের জ্বালা
কপোলে চোখের পানি।
কার অনুভবের অনন্ত ক্লান্তি
হৃদয়ে ধারণ করে
বিষাদ ভাবনায় ভেসে চলেছো
দিবস রজনী ধরে।
কেনো অনুকম্পার সুরা ঢালো
সাধ্য কি তোমার বলো
শুকিয়ে দিতে পারো কি তুমি
আঁখি যার ছলোছলো।
শুকনো কিছু শান্তনার বাণী
কি লাভ হবে তায়
যার জীবনের সোনালী প্রহর
বিফলে বয়ে যায়।
মিথ্যে শান্তনা দিওনা আর
মিছেমিছি বারেবারে
অষ্ট প্রহরের কষ্টের জ্বালা
ভুলিতে দাওহে তারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much