মুছে ফেলো
নিরাশার এক নামে লিখে দিয়েছি তোমার নাম
মৃত স্বপ্নের ঘোরে ফিরে ফিরে আসা এক স্বপ্নে চলে যাও তুমি
অবিশ্বাসের জলে যে ছুঁয়েছে তোমায়,
তাকে কেন ছুঁয়ে যাও
কেনো দানবের গুহায় প্রবেশ করতে চাও।
কেন কাঁটা ভরা জঙ্গলের পানে ছুটে যাও।
পালিয়ে যাওয়া অমিমাংসিত প্রেমিকের কাব্যে লিখে দিয়েছি তোমার নাম
অন্ধকার রাতের পাখিরা চিৎকার করে নিঃশ্বাস ফেলছে
ওদের সঙ্গে আনন্দের নৃত্যগীত গাও
আর বেশি দেরি নাই হে প্রিয়।
সমস্ত প্রেমের খাতায় লিখে
দিয়েছো মিথ্যা নাম
তাকে মুছে ফেলো।
তোমার স্পন্দিত বুকে লিখে রেখেছো যে নাম, তোমায় কী ভালোবাসে?
প্রেমিকের সঙ্গে পালানো সেই
অমিংমাসিত কাব্যে নয় আর।
বুক ভরা কামনার অতিষ্ঠ জীবনে নয়
এবার জীবন হও অন্যের নয়
শুধু তোমার
তোমার প্রেমের কবিত্বে লিখে দিয়েছো
যে মিথ্যা নাম মুছে ফেলো।
সূর্যের খরতাপের দাবানলে লিখে দিয়েছো যে নাম,
ছাই হয়ে মিশে গেছো যে ধুলোয়
মুছে ফেলো, মাটিতে মিশে যাও
দুর্বল মন, দুর্বল কায়া,দুর্বল মায়া
হে অবুঝ প্রেমময়ী
কঠোর ধ্যানের শেষে আসবে
এক নির্ভর উৎসব
রৌদ্রে জ্বলুক তোমার মন
তোমার অচল জলে
জাগাও তোমার প্রতিচ্ছায়া
আবার একটু একটু করে সবুজ হও
আবার কোন পাখি ঠোঁট দিয়ে নাড়িয়ে দিবে তোমার চোখের পাতা,
তোমার নতুন জন্মে নতুনের আগমনী গানের সুর তোল।
মনের আঁধারে শত শত প্রদিপ জ্বালো
রাত কতক্ষণ থাকে
তোমার দীনহীনতায়ই সাজাও
বিপ্লবী শুভেচ্ছা।
পৃথিবীর সব সুন্দরে লিখে দিবো একটি নাম ভালোবেসে,
তুমি নীলিমা,তুমি আকাশ
তোমার বিশালতায় তুমি পৃথিবীকে নতুন করে সাজিয়ে নেও।
আর কোন অসুন্দর নোংরা জলে নিজেকে করোনা কালিমাময়।