ভালোবাসার আদালত
তোমাদের ভালোবাসার আদালতে
যদি কখনো হই আসামী
ক্ষমা করে দিও আমাকে
তোমাদের ঘৃণা থেকে একটু খানি।
কবিতার গা বেয়ে গড়িয়ে গেছে
হয়তো অনেক ভালো মন্দ কথা
অভিশাপ দিও কখনো বন্ধুগণ
মোর প্রাণে লাগবে যে ব্যাথা ।
কাউকে উদ্দেশ্য করে কখনো লিখিনি
কোন কবিতা বা গল্প
ঢিল ছুঁড়ে মেরো না পথচলার সাথীরা
যদি কখনো ভালোবেসে থাকি অল্প ।
সুন্দর বাগান হয়তো সাজানো যাবে না
অতীতে ফেলে আসা ছন্দের মতো
জীবনের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে
মনের উঠোন আজ ক্ষত বিক্ষত ।
তোমাদের মনের কাঠগড়ায় আমি
কখনো হতে চাইনি আসামী
তবুও যদি দোষী হয় থাকি
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও একটুখানি ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much