পাথর মানবী
সে তো কবি নয়,
কবির কবিতা ও নয়,
বাগানে ফুটা ফুল ও নয়,
কারো মনের পটে আকা
ছবি ও নয়,
নদীর জলের ঢেউ নয়, ,
চাঁদের আলোয় আলোকিত জ্বোসনা নয়,
সাগরের উর্মি ও নয়,
আকাশের নীল তারা নয়,
সূর্যের কিরণ নয়,
সে এক পাথর মানবী,
যেনো এক মরুভূমি,
যেখানে কখনো বৃষ্টি হয় না. .
কখনো ঝরনা ঝরে না,
কখনো জ্বোসনা প্লাবিত হয় না,
সে যেন এক নিরব নিথর ,
সে নদী কখনো পায় না সাগর।
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
উত্তরমুছুন