ছায়া
তোমার চুম্বনে গতিপ্রেম হাঁটে আমার দীর্ঘ নদীটির পাশে
অপেক্ষার আকাশে বুঝি সব কোলাহলে ঝাঁকে ঝাঁকে গিলে খায় রীতিনীতি
পৃথিবীর উল্টোপিঠে তখন কোকিলের ডাক
রক্তের বীজে শুধু মরে যায় সেই সময়
সন্ধ্যার বাতাস ফুলে দুলে আমার ব্রহ্মাণ্ডের গায়ে আঁচড় কাটে বয়স্ক এক রাত
ঢের অভিজ্ঞতা নিয়ে সঞ্চয়ে বিবেক ঘুমায় পাহাড়ের কাছে
শূন্য হাতে ডেকো না ডেকো না
সোমরস তখন অদৃশ্যে খুলে আঁখি
তৃষ্ণা মিটিয়ে শিশিরের রসে দেখি তোমারই মুখ
তোমার ছায়া নামছে হাঁটছে শরীরে ভিতরে
তোমাকে পেয়েছি ভেবে চোখের মিলন ঘিরে রাখে
অনন্ত প্রেম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much