২২ জানুয়ারী ২০২১

মনি জামান




ফিরে যাও তুমি 


ফিরে যাও তুমি যেখানে সুখ গন্তব্যে, আপেক্ষিক বৃষ্টি হয়ে নদীর চঞ্চলতায়।

সব ভালোবাসা ছিন্ন করে হয়তো পাবে তোমার কাঙ্খিত সুখ,

আদরে গলেছিল বরফ প্রেমে সেজেছিল রঙধনু।

বিদগ্ধ আকাশে নক্ষত্র কুড়িয়েছি রাশি রাশি,শিশিরের দু'ঠোট স্পর্শে খুঁজেছি  প্রজাপতির পালকে এক টুকরো সুখ।

শ্মশান আদরে ডুবছে চাঁদ ঈগল ঠোঁটে

মরু অবয়ব,ধূসর বেলা শেষে ফিরিয়ে দিয়েছে ভালোবাসা,তাই ফিরে যাও তুমি তোমার সুখ গন্তব্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much