শিশির বিন্দু
নিলাক্ষী পাখি খুব যত্ন করে
ঠোঁটে শিশির বিন্দু দিয়ে,
সূর্যকে লিখেছিলো
সবুজ পাতায় চারটি শব্দ ,
"ভালোবাসি"
পূর্বের সূর্য আড়মোড়া
ভেঙে পাতার জলটুকু
চুষে নিয়ে বলে, কই
এখানেতো জলের
চিহ্ন নেই,
বুক ভরা ব্যথায় হলদে
পাতাটি পড়লো খসে।
দমকা হাওয়ায় উড়ে নিয়ে ,
মাটিতে মিলিয়ে গেলো,
নিলাক্ষী পাখি জ্বলজ্বলে
ভেজা ভেজা চোখে
তাকিয়ে রইলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much