ফিরে গেলে ফিরে পাবো
যুগ দুই আগে
শীতের কুয়াশায়
মিশে থাকতো যে বাবলা গাছ
আমার ব্যস্ত পথের ধারে সকালে
হয়তো তারা এখনও বেঁচে আছে।
এখন কখনো কখনো মনে পড়ে তাদের কথা
মনে হয়, থেমে থেমে দেখে আসবো একবার।
সকালের ক্লাসে যেতে তড়িঘড়ি পায়ে
পথের ওপর ছড়ানো শিউলি ফুল মাড়িয়ে গেছি কতো
এখন কখনো কখনো
সে ফুলের কাছে যেতে ইচ্ছে করে খুব !
সে শহরের রাস্তাগুলি বেশ নির্জন ছিলো
হেঁটে বেড়াবার মতো
অথচ তখন হাঁটার সময় ছিলো না বেশি
এখন কি হাঁটা যাবে সেখানে নিরাপদে ?
ঘোড়ার খুরের শব্দ কি সেখানে আছে আগের মতন !
পদ্মার বুকে তখন বালি ছিলো
আমার বুক ছিলো খালি
জলের শূন্যতাই শুধু চোখে পড়তো তখন
এখন মনে পড়লে দুঃখ হয়, কারণ
সে বালিতে পা রেখে আমি দেখিনি কী সুখ ছিলো তাতে !
দুই যুগ আগে
এক রাত স্টেশনে কেটেছিল ট্রেন ফেল করে
আজ রাতের সাথে সে রাতের কোনো মিল নেই
অথচ স্মৃতিগুলো এমন হয়ে ভাসে
মনে হয়, ফিরে গেলে ফিরে পাবো সব !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much