পোস্টগুলি

ফেব্রুয়ারী ২০, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবি শামীমা আহমেদ ধারাবাহিক উপন্যাস পর্ব ৬১

ছবি
শায়লা শিহাব কথন   অলিখিত শর্ত( পর্ব ৬১) শামীমা আহমেদ  ওয়েটার ছেলেটি দুই গ্লাস কোল্ড কফি নিয়ে আসতেই শায়লা শিহাবের থেকে হাত ছাড়িয়ে নিলো। শায়লা একটু বিব্রত হলেও শিহাব খুব সহজভাবেই গ্লাস দুটো  রিসিভ করলো। ওয়েটার ছেলেটিকে ধন্যবাদ জানাতেই  ছেলেটি ফিরে গেলো। শিহাব শায়লাকে গ্লাসটি এগিয়ে দিয়ে নিজের গ্লাসের স্ট্রটিতে বেশ লম্বা একটা চুমুক বসিয়ে দিলো। এক টানে গলা ভিজিয়ে নিলো।হয়তো ভীষণ তৃষ্ণার্ত ছিল। শায়লা বেশ অনেকক্ষন যাবৎ আনমনে স্ট্র দিয়ে কফি গ্লাসে নাড়াচাড়া করছিল। শিহাব চোখের ইশারায় শুরু করতে বলাতে শায়লা ছোট্ট  এক চুমুকে যেন ভদ্রতা রক্ষার্থে টান দেয়া। শিহাব বুঝতে পারলো শায়লা কোন বিষয় নিয়ে গভীর চিন্তামগ্ন।  কি হলো শায়লা, ভালো লাগছে না?  হ্যাঁ, লাগছে। তবে?  শিহাব আমি তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, অবশ্যই বলো আর কথা বলবার জন্যইতো এখানে আসা।  শিহাব ঘন ঘন স্ট্রতে টান দিয়ে দ্রুতই কফি শেষ করে পুরোপুরি শায়লার দিকে স্থির দৃষ্টি রাখলো।  আচ্ছা শিহাব, আজ সকালে রিশতিনাকে ফিরিয়ে দিয়ে তুমি কি কাজটি ঠিক করলে? আমি সারাটাদিন এই বিষয়টি নিয়ে ভেবেছি।সে তো একবার তার বাবা মাকে ছেড়ে তোমার কাছে এসেছিলো। আজ আবার সে সব

কবি সাহানুকা হাসান শিখা  এর কবিতা

ছবি
প্রাপ্তি   সাহানুকা হাসান শিখা  বহু বছর আগে হয়েছে  আমার আত্মার হয়েছে মৃত্যু কিন্তু আমার দেহ আজও চিতায় জ্বলছে  অবিরত।  ঈশ্বর মাঝে মাঝে করেন কিছু দান, আবার মাঝে মাঝে অভুক্ত রই, পাই কিছু অপমান।  জন্ম আর মৃত্যু, দুটিই আমার কাছে অনর্থক মনে হয়।  সারাক্ষণ মনটা জুড়ে প্রচণ্ড ভয়, এগুলো কি দৈত্য দানব,  নাকি নরপিশাচ !

কবি মাহবুবা আখতার এর কবিতা

ছবি
রক্ত ক্ষরণের ধারাপাত      মাহবুবা আখতার  যদি কষ্টগুলো কখনো দুঃখ নদী হতো যদি সুখগুলো কখনো উড়াল পাখি হতো যদি ভালোবাসাগুলো কখনো হতো অচেনা শহরের অন্ধগলি তাহলে হে জীবন,আমার এই অথর্ব,অসহিষ্ণু জীবনটা  উৎসর্গ করে অনায়াসে প্রণয়ী হতাম সহজিয়া হিরন্ময় তৃষ্ণায়।  আমি অনার্য প্রেমে জলের জলে সন্তরণ খেলতাম কাদম্বিনী হয়ে।  যদি স্মৃতিগুলো কখনো হৃদয়ে স্থিতি পেতো  যদি স্বপ্নগুলো কখনো ফেরিওয়ালা হতো জীবনের নাগর দোলায় যদি সময়গুলো কখনো শরীরের অস্তিত্বে একাকার হতো  তাহলে হে জীবন আমার অনায়াসে তোমাকে আহুতি দিয়ে মেঘের শরীরে মিশে নিপুণ নিষ্ঠায় সঙ্গোপনে আমাকে যোগ্য করে নিতাম চমৎকার প্রেমী হতে।  যদি অহংকারগুলো কখনো আরব বেদুঈন হতো যদি ভুলগুলো কখনো শুদ্ধ ব্যাকরণ হতো যদি বিষন্নতাগুলো কখনো সুস্থ চালচিত্র হতো  তাহলে হে জীবন আমার,এই ক্ষয়িষ্ণু জীবনটা বিশাল  বিলবোর্ডে কালো চাদরে ঢেকে রাখতাম।  যদি ইচ্ছেগুলো কখনো দুর্দান্ত পাগলামো হতো যদি দুঃখ-কষ্টগুলো কখনো নাচের ভৈরবী আলাপ হতো যদি আয়ুষ্কালট কখনো স্তব্ধতা না ভাঙতো  তাহলে হে জীবন আমার,সকল বিবশতা,অস্থিরতা তুচ্ছ  করে হেঁটে যেতাম নেলসন ম্যান্ডেলার হাত ধরে।  যদি আর্তনাদ গুলো কখনো শ

কবি শিবনাথ মণ্ডল এর কবিতা

ছবি
একুশ স্মরণে শিবনাথ মণ্ডল আজো তোমায় স্মরণ করে বিশ্বের নর-নারী বিশ্বভূমে জয় হয়েছে একুশে ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাঁরা নেমেছিল আন্দোলন পথে বুলেটে তাদের ঝাঁজরা করে বাংলাভাষা মুছার স্বার্থে। ভাষা আন্দোলনের পথেপথে লক্ষ মানুষের ঢল বুলেট দিয়ে ভাঙতে চায় বাংলা ভাষার বল। বুলেট ছুড়ে হয় না বন্ধ বংলা মায়ের গান জীবন দিয়ে রাখব ধরে বাংলা  ভাষার মান। আসুক ঝড় আশুক তুফান  রাখব মাতৃভাষার মান বিশ্বের মাঝে বাংলাভাষা হবে বলবান। বাংলাভাষার বিরোধ কারীরা মাথা করেন নত মাতৃ ভাষাকে সমর্থন করেন বিশ্বে দেশআছে যত। একুশে ফেব্রুয়ারী আন্তজার্তিক করেন বাংলা ভাষা ঘোষণা আন্দোলনকারী শহিদদের সার্থক হলো সাধনা। বাংলা ভাষা মাতৃ ভাষা তোমায় প্রণাম করি হাজার মানুষের রক্তঝড়া একুশে ফেব্রুয়ারি।।