রক্ত ক্ষরণের ধারাপাত
মাহবুবা আখতার
যদি কষ্টগুলো কখনো দুঃখ নদী হতো
যদি সুখগুলো কখনো উড়াল পাখি হতো
যদি ভালোবাসাগুলো কখনো হতো অচেনা শহরের অন্ধগলি
তাহলে হে জীবন,আমার এই অথর্ব,অসহিষ্ণু জীবনটা
উৎসর্গ করে অনায়াসে প্রণয়ী হতাম সহজিয়া হিরন্ময় তৃষ্ণায়।
আমি অনার্য প্রেমে জলের জলে সন্তরণ খেলতাম কাদম্বিনী হয়ে।
যদি স্মৃতিগুলো কখনো হৃদয়ে স্থিতি পেতো
যদি স্বপ্নগুলো কখনো ফেরিওয়ালা হতো জীবনের নাগর দোলায়
যদি সময়গুলো কখনো শরীরের অস্তিত্বে একাকার হতো
তাহলে হে জীবন আমার অনায়াসে তোমাকে আহুতি দিয়ে মেঘের শরীরে মিশে নিপুণ নিষ্ঠায় সঙ্গোপনে আমাকে যোগ্য করে নিতাম চমৎকার প্রেমী হতে।
যদি অহংকারগুলো কখনো আরব বেদুঈন হতো
যদি ভুলগুলো কখনো শুদ্ধ ব্যাকরণ হতো
যদি বিষন্নতাগুলো কখনো সুস্থ চালচিত্র হতো
তাহলে হে জীবন আমার,এই ক্ষয়িষ্ণু জীবনটা বিশাল
বিলবোর্ডে কালো চাদরে ঢেকে রাখতাম।
যদি ইচ্ছেগুলো কখনো দুর্দান্ত পাগলামো হতো
যদি দুঃখ-কষ্টগুলো কখনো নাচের ভৈরবী আলাপ হতো
যদি আয়ুষ্কালট কখনো স্তব্ধতা না ভাঙতো
তাহলে হে জীবন আমার,সকল বিবশতা,অস্থিরতা তুচ্ছ
করে হেঁটে যেতাম নেলসন ম্যান্ডেলার হাত ধরে।
যদি আর্তনাদ গুলো কখনো শ্রাবণ আকাশ হতো
যদি যন্ত্রণা গুলো কখনো ফিনিক্স পাখি হতো
যদি প্রশংসা গুলো কখনো ঘৃণার বারুদ হতো
তাহলে হে জীবন আমার, মুহূর্তে তোমার সমূহ দৃশ্যপট
পাল্টে দিয়ে মঙ্গলালোকের অলৌকিক বাঁশীতে 'ফুঁ' দিয়ে আনন্দ যজ্ঞ করতাম।
অথচ,অথচঃ কত্তো সময় পেরিয়ে গেলো এলোমেলো ক্লান্ত ভাবনা, বিনিদ্র চোখ, ভুল সূত্রে অসমাপ্ত কবিতার পান্ডুলিপি নিয়ে আমি আজো সেখানেই দাঁড়িয়ে
আছি শর্তহীন রক্ত ক্ষরণের ধারাপাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much