একুশ স্মরণে
শিবনাথ মণ্ডল
আজো তোমায় স্মরণ করে
বিশ্বের নর-নারী
বিশ্বভূমে জয় হয়েছে
একুশে ফেব্রুয়ারি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাঁরা
নেমেছিল আন্দোলন পথে
বুলেটে তাদের ঝাঁজরা করে
বাংলাভাষা মুছার স্বার্থে।
ভাষা আন্দোলনের পথেপথে
লক্ষ মানুষের ঢল
বুলেট দিয়ে ভাঙতে চায়
বাংলা ভাষার বল।
বুলেট ছুড়ে হয় না বন্ধ
বংলা মায়ের গান
জীবন দিয়ে রাখব ধরে
বাংলা ভাষার মান।
আসুক ঝড় আশুক তুফান
রাখব মাতৃভাষার মান
বিশ্বের মাঝে বাংলাভাষা
হবে বলবান।
বাংলাভাষার বিরোধ কারীরা
মাথা করেন নত
মাতৃ ভাষাকে সমর্থন করেন
বিশ্বে দেশআছে যত।
একুশে ফেব্রুয়ারী আন্তজার্তিক করেন
বাংলা ভাষা ঘোষণা
আন্দোলনকারী শহিদদের
সার্থক হলো সাধনা।
বাংলা ভাষা মাতৃ ভাষা
তোমায় প্রণাম করি
হাজার মানুষের রক্তঝড়া
একুশে ফেব্রুয়ারি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much