প্রাপ্তি
সাহানুকা হাসান শিখা
বহু বছর আগে হয়েছে
আমার আত্মার হয়েছে মৃত্যু
কিন্তু আমার দেহ আজও
চিতায় জ্বলছে অবিরত।
ঈশ্বর মাঝে মাঝে করেন কিছু দান,
আবার মাঝে মাঝে অভুক্ত রই,
পাই কিছু অপমান।
জন্ম আর মৃত্যু, দুটিই আমার কাছে
অনর্থক মনে হয়।
সারাক্ষণ মনটা জুড়ে প্রচণ্ড ভয়,
এগুলো কি দৈত্য দানব,
নাকি নরপিশাচ !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much