
মানুষ
সেদিন রমনা পার্কে এক অপরাহ্নে
ঘুরছিলাম উদ্দেশ্যেবিহীন,আনমনে
সবুজের ছায়াঘের মায়াঘেরা পথে
হঠাৎ পড়ল চোখে কোথা হতে
এক লীলাসঙ্গিনী কিংশুক বৃক্ষতলে
যৌবন রসের বহ্নিশিখায় লীলাচ্ছলে
বসে খাচ্ছিল গান বেসুরে দোলে দোলে,
এক শীর্ণ শুভ্র সদ্যযাত শিশু কোলে
অনুসন্ধানী চোখে ভীড়লাম কাছে সন্তর্পণে
কী জানি কী ভাবে,যদি দেখে পরিচিত জনে?
পসারিনী শিশুকে চামচে দুগ্ধ করাচ্ছিল পান
পরম তৃপ্তিতে,যতনে আগ্রহে সঁপে প্রান
মনে ভাবি জারজ শিশু তবুও তো জন্মদাত্রী মাতা
তাই বুঝি দারিদ্র্য পরিচর্যায় নেই কোনো কার্পণ্যতা
প্রশ্ন করি অবহেলা ভরে, নিয়ে অভিঘ্য ভাব
চামচে কেন? তোমার বুকের দুধের কি অভাব?
শুধালো সে এ শিশু আমার নয় বটে
বান্ধবীর, এর জন্মলগ্নেই মাতৃমৃত্যু ঘটে
এখন ফেলি কোথা?তুলেছি আপনার কোলে
মাতৃ হীন শিশুসন্তান তাই বেঁধেছি যে অঞ্চলে
জিজ্ঞাসি মায়া ভরে,অসুবিধা হবে না তাতে?
শুধালো সে কে নেবে দায়িত্ব এই অনাথে?
দেশ,সমাজ,সরকার, আপনি না কোনো দলে?
তাই অনাথেরে নিয়াছি নিজ কোলে, তরুতলে
আপনাদের মতো আমাদের নেই সামাজিক সন্মান
আমরা, অচ্ছুত, অমানুষ, সাহেব এবার আপনি যান।