মঙ্গল যাত্রা
যাবোই যাবো চলে এবার
দূর অজানার কোন দেশে
ফুড়ুৎ করে পালিয়ে যাবো
মঙ্গল এর ঐ দূর দেশে.
যেতেও পারি চাঁদে আমি
নয় বা শুক্র গ্রহে
যাবোই যাবো চলে আমি
দূর অজানার কোন দেশে.
নেইকো সেথায় দলা দলি
হানা হানি নেই সেথায়
দূষণ মুক্ত পরিবেশে
যাবোই আমি চলে এবার.
মা বোনেদের নেই কোনো ভয়
নেইতো সেথায় বলাৎকার
নেইতো সেথায় নিন্দা চর্চা
আমি হবো রাজা সেথায়.
নেইতো সেথায় প্রধানমন্ত্রী
মন্ত্রী সান্ত্রী নেই সেথায়
পুলিশ কর্মী লাগেনা সেথায়
অপরাধতো নেই সেথায়.
ভাত কাপড়ের নেই চিন্তা
নেইতো সেথায় কোটি প্রাণ
হাতে গোনা মানুষ সেথায়
নেই তো সেথায় কোনো দূষণ.
যাবোই যাবো চলে এবার
দূর অজানার কোন দেশে.
মঙ্গলটা কাছে পিঠে
অনেক বার গেছি সেথায়
অনেক আছে চেনা জানা
আপন কিছু আছে সেথায়.
তোমরা যদি চাও গো যেতে
মঙ্গলের ঐ দূর দেশে
নামটি লিখে পাঠিয়ে দাও
থাকবো আমি তোমাদের পাশে.
আমি কিন্তু যাবো সেথায়
থাকবো না আর এই দেশে
দলা দলি হানা হানি
করো তোমরা এখানে বসে.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much