ভালবাসার বিরহ
বসে রয়েছি তোমার বিরহের পথে
ভাবছি আসবে সেই জ্বলন্ত সাইক্লোল উল্কার তৃষ্ণা নিভাইতে।
আজও যে তোমার কথা ভেবে ভেবে
পথে পাগল রয়েছি আমি
মেঘের শব্দ গর্জন ভেঙ্গে তুমি আসবে মৃত্তিকা ভূমির বর্ষা মেঘের উর্মির স্রোতের ঢেউয়ে।
নিশি রজনী রাত্রি আর কত দিন ভাসবে নুন্যতা অশ্রুজল নয়নে
আজ যেন বসন্তের কৃষ্ণচূড়া নেমেছে তবুও যে হৃদয়ের আঙিনায় ফুটেনি ডালে ডালে কৃষ্ণচূড়া ফুল।
শুধু হৃদয় অঙ্গে রহে কৃষ্ণচূড়া লাল জলন্ত আগুন
বিরহের পথে মৃত্যু নাই শুধু দেখি প্রলয়কান্ড তাণ্ডব ধ্বংসলীলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much