১৪ মার্চ ২০২১

মধুমিতা রায়




ইচ্ছেকথা...


কখনও ইচ্ছা করে

এলোমেলো সমস্ত ভাবনা নিয়ে

নদীর কাছে বসি


রুক্ষ যে পথটা 

চলে গেছে দূর থেকে দূরে

নদীর পাশে এলে

সেও খানিক নরম হয়ে ওঠে।


তারও ইচ্ছে জাগে

তার দুপাশে কৃষ্ণচূড়ার মায়া থাকুক

যত্নমাখা ছায়া থাকুক।


ভাবনাগুলো আকাশের সাথে

গল্পে মাতে

পানকৌড়ির মত ডুব দেয়

তারপর পথকে বলে....

ভালবাসি তো!


রুক্ষ পথটা কঠিন হবার চেষ্টা করেও

হেরে যায়

মায়া আর ছায়া তাকে কখন যেন

ভিজিয়ে দিয়ে গেছে!



1 টি মন্তব্য:

  1. ইচ্ছে কথা মধুমিতা রায়ের মোন ছুঁয়ে গেলো I অসাধারণ I আমাদের পথ কাঁটায় ভরা I চলতে হবে এই পথ দিয়ে I কঠিন হোক পথ, ক্ষতি নেই I আকাশ এক জায়গায় চিরো স্থির I শব্দচয়ন সারা আকাশ জুড়ে I আকাশ মেঘে ডাকা I এবার হবেই বৃষ্টি রিম জিম তালে I

    উত্তরমুছুন

thank you so much