১৪ মার্চ ২০২১

শ্যামল রায়




হাতটা ধরো


ছেড়ে যাওয়ার আগে হাতটা ধরো

বুকের সেই চেনা গন্ধ ভাগ করে নেব

আমি তো ভালোবাসি তোমাকে।

এখনো ভুলিনি কপালের টিপ,, কাজল আঁকা চোখ

দু ঠোঁটে লিপিস্টিক, নীল শাড়ির কথা

হারায়নি কথাগুলো

আমি তো ভালোবাসি তোমাকে।

সেদিন হাত ছুঁয়ে ছিলাম

তুমি বলেছিলে সব ঠিক আছে

দুটো মন একাকার হয়েছিল

এসব দেখেছিল ইটের দেওয়াল 

আর চারপাশের গাছপালা

দুই হাতের স্পর্শ গুলো

এখনো ঢেউ খেলে যায় শরীরের ভেতর

আমি তো ভালোবাসি তোমাকে।

আন্তরিক নির্ভেজাল ভালোবাসায়

বুকে টেনে নিয়েছিলে

এসব কথা এখনো সূর্যের মতো

আমার হৃদয় জুড়ে  আলো হয়ে আছে

এসো আগের মতো মুখোমুখি বসি

তুমুল বিতর্ক হোক আমাদের

চোখের জলে ভেসে যাক তিলোত্তমা

নন্দন চত্বর কিংবা ভিক্টোরিয়া।

জ্বলে উঠুক রাজপথে আলো

দুই হাত ধরো বুকের চেনা গন্ধে

ফের নির্মাণ হোক ভালোবাসাবাসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much