১৪ জুন ২০২২

কবি আমির হাসান মিলন  আমি থাকবো"





আমি থাকবো

আমির হাসান মিলন 



হৃদয়ের অসীম যন্ত্রণা 
চোখে দিলো ক্লান্তির অঝোর নেশা,  
বারে বারে বিক্ষুব্ধ ঝড়ে 
অজানায় উড়ে যায় গুছানো মমতা গুলো। 

তবুও গড়ার সাধ ভাঙেনি , কোন কালে ,
কোন ভয়ে , কোন হুঙ্কারে  ।  

এ কোন মহাকাল তবে ! 
স্বপ্ন পোড়ায় , দুর্গন্ধ ছড়ায় , উপহাসের বায়ুতে ,
লক্ষ-কোটি আশার ভ্রূণ নিরবে নষ্ট হয় চারদিকে ! 

শান্ত ঘায়ে চাবুক মেরে এই রক্তাত দেহে 
আর কতো বল চেটে-পুঁটে খাবি ? 
কবে তৃপ্ত হয়ে মরবি বল ? 

আমি তবুও এখানেই বেঁচে আছি  ,থাকবো 
স্বপ্ন বুনবো , আবার বাঁধবো নীড় , 
তোদের বেলা শেষে ।