সম্পর্ক
ঠিক মনে পড়ে না
তোমার আমার আলাদা হওয়ার কথা
শৈশব থেকে কৈশোর দুজনে পাশাপাশি হেঁটে চলা ।
এরপরপৃথিবীর একদিকে আমি
অপরদিকে তুমি
যেন একটি নদীর দুটি মুখ।
সময়ের হাত ধরে জীবন বয়ে চলে।
দেখতে দেখতে এলো সেদিনের সেই
নিয়মের বন্ধনে আবদ্ধ হওয়া আমার।
কিন্তু হায় রে ভাগ্য!
নববধূর গন্ধ যেতে না যেতে
শুরু হয় নিত্যদিনের
দেনা পাওনার হিসেব নিকেশ!
বহু বছরেও সম্পর্ক গড়ে ওঠেনি
মননকে ছুঁয়ে যাওয়া তো হয়নি।
যা হয়েছে ভালোবাসা হীন অভ্যেস!
জীবনের বেলা শেষে হঠাৎ ফিরে এলে তুমি!
কি করছি,কেমন আছি
কুশল জানার মাঝে
শুরু হলো পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ ।
আজ মন বাঁধা মানে না
বহু বছর ধরে জমে থাকা বেদনা,
ভালোবাসা, রাগ,মান অভিমান
সব যেন ছিটকে বেরিয়ে আসতে চায়
এক এক করে মনের গহ্বর থেকে ।
গোপন কাঁটা বুকে নিয়ে
কতবার ভেবেছি পাগলা বাতাস
যেমন দরজা দেয়খুলে
তেমনি তুমি আসবে আমার ঘরে,
শুধু অপেক্ষা আর অপেক্ষা
তোমার দেখা পায়নি তবু!
আজ তুমি বলছো ,
বন্ধুর অফুরান ভালোবাসায় সিক্ত ।কখনই হারতে পারো না বন্ধু ।
তোমার মধ্যে যে সৃজনশীল শক্তি
তাকে সঙ্গী করে এগিয়ে চলো দূর বহুদূর ।
তোমার প্রতিষ্ঠা আমার ভালোবাসা
এখন তোমাকে দেবার কিছুই নেই!
শুধু এগিয়ে চলা, কিছু করে যাবার পালা ।
হে বন্ধু আমার ,তোমার অসীম সাহস
আমাকে দাও ।বন্ধুত্বের বন্ধন যেন না টুটে।জানিনা একে সম্পর্ক বলে কিনা?