০৬ এপ্রিল ২০২১

ওয়াহিদা খাতুন




চলো মজুরের গাই গান

        


দেখো প্রিয় সারা দেশে মাটির কর্ষণে 

যারা ফসল ফলায়;অন্ন দেয় তুলে,

 গুদাম ভরায় যারা দেহের লবনে,

হাড়ভাঙ্গা পরিশ্রমে নিজ স্বার্থ ভুলে;

চৈতি ধানের খৈ এর গন্ধ নাকে নিয়ে

আলুবোখারার মাচায় চলো বসিগা--

তাদেরও ডাকবো খেতে সেখানে গিয়ে,

সড়ক বানাতে গিয়ে যাদের কাটে পা--


অস্থি-মজ্জায় তৃষ্ণা নিয়ে তৃষ্ণা মেটায়, 

সেখানে চলো,শিশিরে-ধোয়া ঘাসে বসে

করবো তাদের গান;খনিতে লোটায়

মাছিদের মতো রোদ্রতে চামড়া খসে;


যাদের প্রতি অঙ্গে ধুলি মাটির টান--!

চলো সখা,সেই মজুরের গাই গান--!!



রচনাকাল:- ২১/১০/২০২০ দুপুর ১টা ৩৬ মিনিট

1 টি মন্তব্য:

thank you so much