মুখ মুখোশের অন্তরালে
মানুষকে কম চিনলেই বোধহয়;
বেশি ভাললাগে!
চেনা মুখ অচেনা হয়ে যায়-
সাং ঘাতিক কিছু ভাললাগা,
না ভাললাগা বা কোন ঘটনা;
যেগুলি মাঝে মাঝে নানা মুহূর্ত তৈরী করে এক অচেনা
আবেশের অন্তরালে;
চেনামুখ হয় যায় মুখোশের মতো!
আবার কখনো অচেনা মন, মুখ
আর মানুষগুলি কোন মুহূর্তে
হ্নদয়ে এসে জমাট বাঁধে;
ধীরে চলা শীতল স্রোতের মত,
শান্ত আবেগের মত,
মনকে আদর করে-
যেন অদ্ভুত ভাললাগার ভরসা:
মনকে স্নিগ্ধ করে
মুখোশ হয়ে ওঠে চেনা মুখের মত!
আসলে আমরা বোধহয়;
ঠিক করে বুঝে উঠতে পারিনা-
মুখোশ কখোন মুখ হবে;
আর মুখ হবে মুখোশ!?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much