একটি ফিরে তাকানোর ইতিহাস
আমরা অনেকদিন চোখে চোখ রাখি না প্রিয়তমা
অনেকদিন একে অন্যের শব্দে মাখি না, ভালোবাসার প্রলেপ।আমাদের ভালোবাসা আজ
অলীক কোন শকূনের মৃত শরীর
অপেক্ষমান মৃত্যুর উপমায় নির্জন পাহাড়ে বৃদ্ধ
শকূনের নীরব চোখ আকাশের পানে তাকিয়ে থাকা
একরাশ হা-হুতাশ।
আমাদের ভালোবাসা আজ কেভিন কার্টারের উলঙ্গ শিশুর নিথর দেহ;যার মৃত্যু শকূনের অপেক্ষার আহার
তোমার চোখে আমি সেদিন দেখেছিলাম
অন্য মানবীকে,ভালোবাসা হারিয়ে যে মানবী এখন
দন্ডায়মান গ্রীক দেবীর স্ট্যাচু যেন।
আমরা এখন দু'জন ভীন গ্রহের স্বপ্নচারি প্রিয়
তুমি এখন উত্তরে থাকো
আমায় না হয় দক্ষিণে খুঁজে নিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much