০৬ এপ্রিল ২০২১

প্রেমাংশু শ্রাবণ




প্রথম বসন্তের কবিতা


কিশোরী মেয়েটি ভাবে--

সে রাজকুমারী, 

টগবগ ঘোড়ায় চড়ে একদিন 

আসবে তার রাজকুমার 

পৌরাণিক স্বপ্নে..... 


কিশোর ছেলেটি ভাবে

সীমানা অতিক্রমের গল্প,

শিমুল ফুলে রক্তরাগ কাহিনী। 


অনূঢ়া বৃক্ষের পাতায় পাতায় 

ফূর্তিমতী হাওয়ার উপন্যাস। 


মেয়েটি যুবতী হতে হতে 

ভাবে---

যুগল মূর্তির প্রেমগাঁথা,

ভালোবাসার রঙধনু ঘর। 


ছেলেটি যুবক হতে হতে

ভাবে---

বসন্ত ফিরে ফিরে আসবে আবার...।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much