গহ্বর জুড়ে এখনো থাকি
গাঢ় অন্ধকারের ভেতর
আলোর পথ খুঁজে নিতে
এখনো দৌড়াচ্ছি।
এখনো সচেতন হতে
সকালবেলা চেয়ে
সামিল হচ্ছি
যেখানে গেলে স্বপ্ন দেখতে পাবো
বাঁচতে পারব শ্বাস-প্রশ্বাস নিয়ে।
তাই, গহ্বর জুড়ে থাকলেও
উঁকিঝুঁকি মেরে যাই
সাহস হয়ে দাঁড়িয়ে বাঁচতে।
যাই বলি না কেন?
সবেতেই কষ্ট আছে
দুঃখ আছে, যন্ত্রণা আছে
শান্তি পেতে গেলে,।
তবুও নানাবিধ ফুলবাগান
খুঁজে নিয়ে একটু শান্তি খুঁজি
গহ্বরে বেঁচে থাকলেও
আমার বেঁচে থাকা
সকলকে নিয়ে, ফ্যান ভাতের জন্য।
তবে গহ্বর থেকে বেরোতে
নীল আকাশ খুঁজছি
জুঁই ফুলে সাদা ভাত ।
ওম খুঁজে নিতে
তুমি কখনো বৃষ্টি হয়ে
ভিজিয়ে দাও মন
আবার কখনো রোদ্দুর হয়ে
কাঠফাটা মাটির মতন হৃদয় উঠোন করো।
এসব টাই শব্দের পর শব্দ সাজানো য়
আটপৌড়ে জীবনযাপন।
এসবের মধ্যে কখনো কখনো
অনুভূতির রঙে হারিয়ে যাই
সারারাত অঝোর বৃষ্টিতে
দুজনার বুক আঁকড়ে ওম খুঁজে নিই।
এলোমেলো মন
সময় থাকছে না আর ,উড়ে যাচ্ছে স্বপ্ন
শেষ গন্তব্য কোথায়? খুঁজছি গভীর জলে
তবুও খুঁজছি গাঢ় অন্ধকারে
কম খরচে বেঁচে থাকা ।
এলোমেলো মন
তবুও বিকেলের ধূসর আলোয়
সোনালি সকাল খুঁজি..
খুঁজি ,সম্পর্কের নতুন অক্ষর গুলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much